ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার পরিকল্পনা দেশের সমস্ত গ্রামে

সারা দেশে যাতে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায় এবং নাগরিকদের সমস্ত রকম চাহিদা মেটানো যায়, সেই উদ্দেশ্যে যোগাযোগ, আইন, বিচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ 'জাতীয় ব্রডব্যান্ড মিশনের' (এনবিএম) সূচনা করলেন। দফতরের প্রতিমন্ত্রী সঞ্জয় সামারাও ধোত্রে, টেলিকম দফতরের সচিব অংশু প্রসাদ সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। এই উপলক্ষ্যে এনবিএম-এর লোগো এবং একটি বই প্রকাশ করা হয়।

                              এনবিএম, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো দ্রুত গড়ে তুলতে এবং ডিজিটাল পরিষেবাকে সকলের আয়ত্বে আনতে কাজ করবে। ২০২২ সালের মধ্যে যাতে ভারতের সমস্ত গ্রামে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে যায়, সেই ব্যাপারটি নিশ্চিত করবে এই সংস্থা। ৩০ লক্ষ কিমি দীর্ঘ অপটিক্যাল ফাইবার কেবল বসানো হবে যাতে বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবা সহজেই পাওয়া যায়। ২০২৪ সালের মধ্যে হাজার পিছু জনসংখ্যায় একটি করে টাওয়ার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা দেশের মোবাইল ও ইন্টারনেট পরিষেবার যাতে মানোন্নয়ন হয়, সেই কারনে এই সংস্থা কাজ করবে। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো নির্ধারণের জন্য একটি ব্রডব্যান্ড প্রস্তুতিসূচক (বিআরআই) গড়ে তোলার কাজ করা হবে। এই প্রকল্পে ৭ লক্ষ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ডের ৭০ হাজার কোটি টাকা। প্রকল্পটিতে বিনিয়োগের জন্য অর্থমন্ত্রক সহ সংশ্লিষ্ট সব মন্ত্রক, দফতর এবং এজেন্সি একসঙ্গে কাজ করবে। 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...