২০২৪ সালের মধ্যেই দেশের সমস্ত রেলপথের বৈদ্যুতিকীকরণ করার লক্ষ্যমাত্রা নিল রেলমন্ত্রক | অর্থাৎ আগামী চারবছরের মধ্যেই সমস্ত ট্রেন বিদ্যুতে চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল| এছাড়াও ২০৩০ সালের মধ্যে পুরো রেল নেটওয়ার্ককেই বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযুষ গোয়েল| ‘নিট-জিরো এমিশন নেটওয়ার্ক’ অর্থাৎ ভারতের রেল নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে দূষণ-মুক্ত করতেই এই পদক্ষেপ নিচ্ছে রেল, বলে সোমবার ইন্ডিয়া-ব্রাজিল বিজনেস ফোরামের এক আলোচনাসভায় জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী|
তিনি ওইদিনের আলোচনাসভায় বলেন, পরিবেশের জন্য দায়িত্বপালনে রেল বদ্ধপরিকর| ২০২৪ সালের মধ্যেই ভারতীয় রেলের পুরো নেটওয়ার্ককেই বিদ্যুতের মাধ্যমে চালানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে| নির্ধারিত সময়সীমার মধ্যেই সব ট্রেন ইলেকট্রিকে চালানো শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন রেলমন্ত্রী| রেল থেকে কোনও রকমের পরিবেশ দূষণ হোক এটা চাইছে না মন্ত্রক। পাশাপাশি এত বড় রেল নেটওয়ার্কের পুরোটাই ইলেকট্রিকে চালানোর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হবে ভারত বলে জানিয়েছেন তিনি| রেল থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইডের পরিমান কমাতে সচেষ্ট হয়েছে রেল| কারণ নীতি আয়োগের তথ্য বলছে, ২০১৪ সালে রেলের জ্বালানি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৬.৮৪ মিলিয়ন টন। এর থেকে বাঁচার একটাই উপায় হলো কয়লা বা খনিজ তেলের ব্যবহার কমিয়ে বিদ্যুতের ওপর ভরসা করা| দূষণ কমানোর পাশাপাশি ট্রেনে কয়লার জোগান দেওয়ার খনিগুলোকে অন্য কাজে ব্যবহার করার কথাও চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রেল|