সাধারণ মানুষ আর বাজারের মেলামেশা বনছেনা, প্রায় প্রতিটা উৎসবেই সেই ধারা বজায় আছে। আর একটা রাত পোহালেই বসন্তী পঞ্চমীর সূর্য দেখার অপেক্ষায় আপামর বাঙালী। সরস্বতী পুজোতেও বাজার বেশ আক্রা।
প্রতিমা থেকে শুরু করে ফল, ফুল থেকে চুল ছেঁড়া দামে বিকোচ্ছে সব। যে প্রতিমা ১০০ টাকাতে গত বছরও ঘরে ঘরে সেজেছিল, তাঁকে ছুঁতে গেলে যোগাতে হচ্ছে ৩ গুণ দাম। বড় ঠাকুরের দামেও বদল এসেছে। মাত্র এক বছরের ব্যবধানে এতটা দাম বৃদ্ধি নিয়ে চোখ কপালে উঠেছে সকলের। ফলের বাজারও সমান তালেই চড়া।
সরস্বতী পুজো মানেই কুল। টোপা কুল থেকে নারকেল কুল, আকারের ফেরে দামেও এসেছে পরিবর্তন। তবুও সরস্বতী পূজা কি আর কূল এ কামড় না দেওয়া অবধি শেষ হয়। তাই কিছুটা পরিমাণে কমসম করেই কুল কিনতে হচ্ছে ক্রেতাদের।
কিন্তু তুলনামূলকভাবে রেহাই দিয়েছে দশকর্মার জিনিসপত্র ও মিষ্টি। সেগুলোর দাম গতবারের চেয়ে বিশেষ হেরফের হয়নি। ওটুকুই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে।
পাইকারি বাজারে যোগান থাকলেও তার ছাপ পড়েনি পুজোর বাজারে। দুর্গাপুজোর সময় যে ভাবে দাম বেড়েছিল তা আর নামেনি। কলকাতা এবং জেলা শহরে ছবিটা একই। প্রতিমা থেকে শুরু করে পুজোর অনুসঙ্গ সব কিছুই রক