অতিরিক্ত ঠান্ডার কারণে ইউপিতে দুদিন বন্ধ থাকছে স্কুল

আজ এবং কাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইদিন অতিরিক্ত ঠান্ডার কারণে উত্তরপ্রদেশের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইউপি সরকার| জানা গেছে, এই দুইদিন যেসব স্কুলে প্র্যাকটিকাল পরীক্ষা ছিল সেগুলির দিনও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার| বুধবার রাতে রীতিমত নোটিশ জারি করা হয় সমগ্র ইউপি জুড়ে| সরকারের তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের কারণে এই দুইদিন ক্লাস ১২ পর্যন্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

এরআগে গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগরের জেলা প্রশাসনের নির্দেশানুসারে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অতিরিক্ত ঠান্ডার কারণে| জানা গেছে, বুধবার থেকেই এই অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে দেখা যায়| সেই মুহূর্তে লখনৌ-এর সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছিল| অন্যদিকে নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি| ভারতীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারে পশ্চিম ইউপি-র বিস্তীর্ণ অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা থাকবে|    

এটা শেয়ার করতে পারো

...

Loading...