কেনাকাটা সব অনলাইনে

শিক্ষা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর সরকার, এখন এই সংক্রান্ত বিষয়ে অন্যান্য ব্যাপারকেও সমান গুরুত্ব দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে দরকার বিভিন্ন রকম স্টেশনারি জিনিসের। এখন থেকে সেই সব জিনিস কিনতে হবে একমাত্র অনলাইনেই-জানাল রাজ্য সরকার

    রাজ্য সরকারের নির্দেশ, কেনা কাটা সব অনলাইনে করতে হবে। সরকারি কলেজগুলিকে এমনটাই নির্দেশ দিল সরকার। কিন্তু তা করার জন্য ই-মার্কেট নামক পোর্টালে প্রবেশ করতে হবে। তাই যিনি এই পোর্টালে ঢুকবেন, তাঁর সরকারি ই-মেল আইডি থাকতে হবে। তবে এই মেল আইডি কলেজের অধ্যক্ষ কিংবা অন্য কারও তা নেই। যার কারনে কেনা কাটাতে বাধা সৃষ্টি হচ্ছে। এরপরে শুক্রবার আধিকারিকের বৈঠকে ঠিক হয়, প্রতিটি সরকারি কলেজের জন্য একটি সরকারি মেল তৈরি করে দেওয়া হবেসরকার পোষিত কলেজের জন্য এই মেল তৈরি করে দেওয়ার আবেদন করা হবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে। তবে উক্ত বিষয়ে জানা যায় যে, সরকারি মেল হল যে কোন মেলা আইডির শেষ ভাগে @gov.in বা @nic.in থাকতে হবে। ই-মার্কেটের মাধ্যমে কেনাকাটার জন্য এই ইমেল থাকা বাধ্যতামূলক। মূলত এই আইডি দিয়ে কম্পিউটার ও তার সরঞ্জাম, জেরক্স মেশিন ইত্যাদি কেনা যাবে। তবে শুধু কেনাকাটা নয় পাশাপাশি তার রক্ষণাবেক্ষণের খরচও অনলাইনেই করতে হবে। নিয়ম অনুযায়ী, সরকারি মেল আইডি তার নামেই হবে যিনি এই পোর্টালের প্রাইমারি ইউজার। তবে বৈঠকে ঠিক হয়েছে, অধ্যক্ষদের নামে নয়, কলেজের কোনও সিনিয়র অধ্যাপকের নামেই সেই মেল আইডি তৈরি করা হবে। এক্ষেত্রে প্রাইমারি ইউজার চাইলে এতে একাধিক লোককে যুক্ত করতে পারবেন। কিন্তু কোনও গোলমাল বা ত্রূটি হলে তিনিই দায়ী হবেন।তবে আইডি খোলা হয়ে দেলে এটি ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হবে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...