মাছে ভাতে বাঙালির মনে প্রাণে ফুটবল। আর বাঙালির ক্রিকেট তো বিশ্বের দরবারে এক অন্য জায়গা করে রেখেছে। কিন্তু অন্যান্য খেলা গুলোকে বাংলায় আর তেমন ভাবে খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে বক্সিং এক অন্যতম। একসময় পশ্চিমবঙ্গে বক্সিং এর দাপট ছিল অন্যমাত্রায়। এই বাংলার বুক থেকেই উঠে এসেছেন আলী কামারের মতো বক্সার। যিনি শুধু নিজেই নন, তৈরি করেছেন পৃথিবী বিখ্যাত মেরি কমের মত বক্সারকে। তাই সেই বক্সিং কেই আবার তুলে ধরার জন্য ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে আয়োজন করা হয়েছে অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ। যার অন্যতম কর্তা শোভন দেব চট্টোপাধ্যায়।
এই বক্সিং টুর্নামেন্টে সারা ভারতবর্ষ থেকে মোট ১৩ টি রাজ্য অংশগ্রহন করেছে। নারী ও পুরুষ মিলিয়ে মোট অংশ গ্রহণকারীর সংখ্যা ১৬৭ জন। ১৬৭ জন প্রতিযোগী এবং কোচ মিলিয়ে মোট ২০০ জন এসেছেন কলকাতায়। সব থেকে বড় ব্যাপার প্রত্যেকের জন্য উন্নত মানের থাকার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
ভবিষ্যতে এই টুর্নামেন্টটিকে আরও বড় করার পরিকল্পনা করছে ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশন। সত্যি কথা বলতে পশ্চিমঙ্গের মাটি থেকে আরও আলিকামার তৈরি করাই লক্ষ্য এই টুর্ণামেন্টের।