দীর্ঘ জল্পনা কল্পনার অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর ৩৯তম সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহন করলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, সবার আদরের ‘দাদা’। আজ থেকে আগামি তিন বছর দাদা এই পদের দায়িত্বে থাকবেন। তবে তিনিই প্রথম নন, ১৯২৮ সালে ভারতীয় ক্রিকেটকে পরিচালনা করার জন্য স্থাপিত হয় বিসিসিআই, আর সেই থেকেই এই বিশেষ পদে বহাল ছিলেন অনেকে। সেই বিশিষ্ট ব্যাক্তিদের তালিকা উল্লেখ করা হল।
- আর ই গ্র্যান্ট গোভান – ছিলেন ১৯২৮ সাল থেকে ১৯৩৩ সাল অবধি।
- স্যার সিকান্দর হায়াত খান – ছিলেন ১৯৩৩ সাল থেকে ১৯৩৫ সাল অবধি।
- নবাব হামিদুল্লা খান – ছিলেন ১৯৩৫ সাল থেকে ১৯৩৭ সাল অবধি।
- মহারাজা কে এস দ্বিগবিজয়সিংজি – ছিলেন ১৯৩৭ সাল থেকে ১৯৩৮ সাল অবধি।
- পি সুব্বারায়ান – ছিলেন ১৯৩৮ সাল থেকে ১৯৪৬ সাল অবধি।
- অ্যান্তনি এস ডিমেল্লো – ছিলেন ১৯৪৬ সাল থেকে ১৯৫১ সাল অবধি।
- জে সি মুখার্জী – ছিলেন ১৯৫১ সাল থেকে ১৯৫৪ সাল অবধি।
- ভিজিয়ানাগ্রামের মহারাজকুমার – ছিলেন ১৯৫৪ সাল থেকে ১৯৫৬ সাল অবধি।
- সর্দার সুরজিৎ সিং মজিথিয়া – ছিলেন ১৯৫৬ সাল থেকে ১৯৫৮ সাল অবধি।
- আর কে প্যাটেল – ছিলেন ১৯৫৮ সাল থেকে ১৯৬০ সাল অবধি।
- এমএ চিদাম্বরাম – ছিলেন ১৯৬০ থেকে ১৯৬৩ সাল অবধি।
- মহারাজা ফতেসিংরাও গায়েকওয়াড় – ছিলেন ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল অবধি।
- জেড আর ইরানি – ছিলেন ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল অবধি।
- এ এন ঘোষ – ছিলেন ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সাল অবধি।
- পি এম রাংতা – ছিলেন ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল অবধি ।
- রামপ্রকাশ মেহেরা – ছিলেন ১৯৭৬ সাল থেকে ১৯৭৭ অবধি।
- এম চিন্নাসওয়ামি – ছিলেন ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল অবধি।
- এস কে ওয়াংখেড়ে – ছিলেন ১৯৮০ থেকে ১৯৮২ সাল অবধি।
- এনকেপি সাল্ভে – ছিলেন ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল অবধি।
- এস শ্রীরামান - ছিলেন ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল অবধি।
- বি এন দত্ত – ছিলেন ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল অবধি।
- মাধবরাও সিন্দিয়া – ছিলেন ১৯৯০ থেকে ১৯৯৩ সাল অবধি।
- আই এস বিন্দ্রা – ছিলেন ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল অবধি।
- রাজ সিং দুঙ্গারপুর – ছিলেন ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল অবধি।
- এ সি মুথাইয়া – ছিলেন ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল অবধি।
- জগমহন ডাল্মিয়া – ছিলেন ২০০১ সাল থেকে ২০০৪ সাল অবধি।
- রনবীর সিং মহেন্দ্রা – ছিলেন ২০০৪ সাল থেকে ২০০৫ সাল অবধি।
- শরদ পাওয়ার – ছিলেন ২০০৫ সাল থেকে ২০০৮ সাল অবধি।
- শশাঙ্ক মনোহর – ছিলেন ২০০৮ সাল থেকে ২০১১ সাল অবধি।
- এন শ্রীনিবাসন – ছিলেন ২০১১ সাল থেকে ২০১৩ সাল অবধি।
- জগমোহন ডাল্মিয়া – ছিলেন ২০১৩ সাল থেকে ২০১৩ সাল অবধি।
- এন শ্রীনিবাসন – ছিলেন ২০১৩ সাল থেকে ২০১৪ সাল অবধি।
- শিবলাল যাদব – ছিলেন ২০১৪ সাল থেকে ২০১৪ সাল অবধি।
- সুনীল গাভাস্কার – ছিলেন ২০১৪ সাল থেকে ২০১৪ সাল অবধি।
- জগমোহন ডালমিয়া – ছিলেন ২০১৫ সাল থেকে ২০১৫ সাল অবধি। কর্মরত অবস্থায় মারা যান।
- শশাঙ্ক মনোহর – ছিলেন ২০১৫ সাল থেকে ২০১৬ সাল অবধি। পদত্যাগ করেন।
- অনুরাগ ঠাকুর – ছিলেন ২০১৬ সাল থেকে ২০১৭ সাল অবধি। বরখাস্ত করা হয়।
- সি কে খান্না – ছিলেন ২০১৭ সাল থেকে ২০১৯ সাল অবধি।
- সৌরভ গাঙ্গুলি – বর্তমান সভাপতি, থাকবেন ২০২১ সাল অবধি।