প্রশ্নের মুখে কার্তিকের অধিনায়কত্ব

টানা ৫ ম্যাচে ব্যর্থ, আর তার জেরেই প্রশ্নের মুখে কার্তিকের অধিনায়কত্ব। কলকাতার পরবর্তী ম্যাচ রোহিত শর্মার মুম্বইয়ের বিরুদ্ধে। আইপিএল ইতিহাসে কলকাতা যতবার মুখোমুখি হয়েছে তাতে পরাজয়ের সংখ্যাই বেশী। এহেন অবস্থাতে দলের কিছু খেলোয়াড়দের ছুটি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কেউ গিয়েছেন মুম্বই তে নাইটদের নিজস্ব একাডেমিতে। অর্থাৎ শারীরিক ও মানসিক বিশ্রাম দেওয়া হয়েছে খেলোয়াড়দের। যাতে নতুন মনোবল আর নতুন মানসিকতা নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামতে পারে কেকেআর। তবে এত কিছুর পরেও কার্তিকের নীতি নিয়েও প্রশ্ন তুলছেন প্রাক্তনীরা। মূলত রাসেল কে কেন ৭ এ নামানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আবার অনেকে বলছেন নেতৃত্বের ভারে হয়তো কার্তিকের ওপর অত্যধিক চাপ সৃষ্টি হচ্ছে। তাই পরবর্তীকালে কর্তৃপক্ষ অন্যরকম সিদ্ধান্ত নেবে কি না তা নিয়ে এখনও কিছু না জানালেও, পর পর হারের পর অজিঙ্ক রাহানে কে সরিয়ে স্টিভ স্মিথ কে অধিনায়কত্বের দায়িত্বভার দেওয়া আর রাহানের তাঁর স্বাভাবিক খেলা ফিরে পাওয়ার ব্যাপারটা নাইট কর্তাদের মাথায় যে আছে তা বলাই যায়। আর সেক্ষেত্রে কাকে সে দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও ভাবছেন অনেকে। কার্লোস ব্রাথওয়েট বা রাসেলকে নেতৃত্ব দেওয়ার পক্ষপাতীও অনেকে। ব্রাথওয়েটকে নেওয়া হলে তিনি খেলতে পারেন ইংল্যান্ডের পেসার হ্যারি গার্নির জায়গায়। তাছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়কও তিনি।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...