বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেদের সমস্ত জমি রাজ্য সরকারকে দান করল আলিপুরদুয়ার কলেজ

রাজ্যের আরো একটি বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পথে। আলিপুরদুয়ার কলেজেই গঠিত হবে নতুন বিশ্ববিদ্যালয়। সেই জন্যেই আলিপুরদুয়ার কলেজ নিজেদের সমস্ত জমি রাজ্য সরকারকে দান করল। কলেজ কর্তৃপক্ষ তাদের ২১ একর জমি সহ স্থাবর অস্থাবর সম্পত্তি ৪ ডিসেম্বর রাজ্য সরকারের হাতে তুলে দিল। আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সম্পত্তি সংক্রান্ত নথিপত্রগুলি নেন। আলিপুরদুয়ার কলেজ পরিচালন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক সৌরভ চক্রবর্তী সব কাগজপত্র জেলাশাসকের কাছে তুলে দেন। এই কমসূচিতে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সদস্য জওহর মজুমদার, কলেজের অধ্যক্ষ জয়দীপ রায়। এই সমস্ত নথি রাজ্য সরকারের কাছে দেবার পর মনে করা হচ্ছে, এবারে বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হবে। এর জন্য গঠিত সার্চ কমিটি সুপারিশ করলেই রাজ্যপাল উপাচার্য নিয়োগে সিলমোহর দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এক্ট পাশ হয়েছে। আলিপুরদুয়ার কলেজের ৪৮ পাতার গেজেট নোটিফিকেশনও প্রকাশিত হয়েছে। তবে নতুন বছরেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হবে কি না তা এখনও স্পষ্ট হয়নি।

    গত ১ অক্টোবর বিধানসভায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় একটি পাশ হওয়ার দিন থেকেই আলিপুরদুয়ার কলেজ কাগজে কলমে উঠে গিয়ে তা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তিত হয়েছে। বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট কোর্সও করানো হবে। সাধারণত জুন-জুলাই মাস থেকে সেশন শুরু হয়। বিধায়ক সৌরভ বাবুর আশা, ততদিনে সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং পঠন-পাঠন শুরু করা যাবে। আসলে দিনে দিনে যত ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে, সেই মত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যা না বাড়লে তারা স্কুলের গন্ডি পেরিয়ে উচ্চস্তরে পড়াশোনা করতে পারবে না। তাই এই নতুন বিশ্ববিদ্যালয় গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...