আলিপুর ৭৮ পল্লী | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

পুজো আসছে, মায়ের আগমনী বার্তা বেজে উঠেছে বাংলার বুকে| আর সেই রেশ ধরে বাংলার প্রতিটি জায়গায় শুরু হয়ে গেছে মাকে স্বাগত জানানোর প্রস্তুতি| পিছিয়ে নেই কলকাতার কোনো ক্লাবও| আর তারই সাথে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আলিপুর ৭৮ পল্লী ক্লাবের|

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাষ্টুডিওতে উপস্থিত হয়েছিল আলিপুর ৭৮ পল্লী| সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে জোর আড্ডা দিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক সৌরভ চক্রবর্তী এবং ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মিঠুন মিত্র|

এই বছর আলিপুর ৭৮ পল্লী তাদের পুজোর ৬০তম বর্ষে পড়তে চলেছে| আর এই বছর দর্শনার্থীদের জন্য বিশেষ চমকের ব্যবস্থা করতে চলেছে তারা| এই বছর তাদের থিমের নাম ‘বিশ্রাম’| বাকিটা তারা চমকেই রাখতে চান|

অন্যান্য বছরের মত এই বছরেও আলিপুর ৭৮ পল্লীর পুজো উদ্বোধন করতে পারেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়| এই বছর তৃতীয়া কিংবা চতুর্থীতে তাদের পুজোর উদ্বোধন হতে পারে| তবে এই বছর কোনরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় না ক্লাবের সদস্যরা| বরং পুজোর দিন সমাজসেবামূলক কিছু কাজকর্মে নিযুক্ত থাকতে চান তারা|

এছাড়া পুজোর চারদিনই পাড়ার সকলের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে ক্লাবের তরফ থেকে| এবং অষ্টমীতে মহাভোগ দেওয়া হয় সকল দর্শনার্থীদের|

তাই আসতেই হবে একবার আলিপুর ৭৮ পল্লীতে| দমদম কিংবা কবি সুভাষগামী কোনো মেট্রো ধরে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে| সেখান থেকে কিছুটা হাটলেই পৌঁছে যাবেন তাদের পুজোমন্ডপে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...