সাল ২০২২। সবে তিনমাস পেরিয়েছে। বছরের গা ঠেকে নতুনের গন্ধ এখনও পুরনো হয়নি। তবে ২০২২ কি বলিউডে ‘আলিয়া ইয়ার’ হতে চলেছে?
সাদা শাড়ি। মেরুন টিপ। আর কালো চোখ ঢাকা সানগ্লাসের গাঙ্গুবাইয়ের প্রেমে কাবু গোটা দেশ। ট্রেন্ড হয়ে গিয়েছে আলিয়া-নমস্কার।
রিলের আলিয়া কতটা রিয়েলের ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ হয়ে উঠতে পেরেছেন সেই প্রশ্ন ঢাকা পড়ে গিয়েছে সাম্প্রতিক আলিয়া ক্রেজে।
আলিয়া জ্বরে ঘুরে দাঁড়িয়েছে বক্স অফিসও। ছবি মুক্তির চারদিনের মাথায় আয় হয়েছে ৪৫.৪০ কোটি। নতুন মাস শুরুর প্রথম সপ্তাহে মহাশিবরাত্রি, উইকএন্ড কাটিয়ে এই সাফল্য আরও উর্দ্ধমুখী। পাঁচ দিনের মাথায় এই অঙ্ক শেষ তথ্য অনুযায়ী ৫৭ কোটি পার হয়ে গিয়েছে। ছবি তৈরিতে ব্যয় হয়েছে ১৭৫ কোটির কাছাকাছি।
নারীকেন্দ্রীক ছবি হওয়ায় আন্তর্জাতিক নারী দিবসের সপ্তাহে ‘গাঙ্গুবাই’ ঘিরে দর্শক বিশেষত মহিলারা আরও বেশি হলমুখী হবেন বলে আন্দাজ করা হচ্ছে।
করোনা অতিমারী, অনিশ্চয়তার জেরে যখন বিগ বাজেট ছবি মুক্তির ব্যাপারে ক্রমশ ওটিটিমুখী হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ হাসি ফোটাল বলিউডের মুখে। ফের যেন আগের জীবনে ফেরার আশ্বাস।
গাঙ্গুবাই আলিয়া ভাটের কেরিয়ারেও মাইলস্টোন ছবি। ১০ নম্বর বিগ হিট।
হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’- বইয়ের সহায়তায় তৈরি হয়েছে এই ছবি। ষাটের দশকে মুম্বইয়ের কুখ্যাত যৌনপল্লী কামাঠিপুরার শেষ কথা হয়ে উঠেছিলেন গাঙ্গুবাই। তাঁর জীবন নিয়ে সঞ্জয় লীলা বনশালির এই ছবি। ‘গাঙ্গুবাই’ আলিয়া।
ছবির জন্য নিজেকে ভেঙেছেন। সঞ্জয় লীলা বনশালীর ছবি বললেই যেমন চোখে রূপ কথার মতো ক্যামেরা, সেট, আলো বা রঙের ব্যবহারের কথা মনে আসে এ ছবি তার চেয়ে অনেকটাই আলাদা। করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন আলিয়া। তারপর টু স্টেটস, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, কাপুর অ্যান্ড সন্স, উড়তা পঞ্জাব, ডিয়ার জিন্দেগি, বদ্রীনাথ কি দুলহানিয়া, রাজি, গাল্লিবয়।
এখনও পর্যন্ত তাঁর কেরিয়ার লিস্টে ১৩টি ছবি। তিনটি ফ্লপ। কলঙ্ক, শানদার, হাইওয়ে। সড়ক ২ রিলিজ করেছিল ওটিটি প্লাটফর্মে।
ইমতিয়াজ আলির হাইওয়ে বক্স অফিসে আনুকুল্য না পেলেও ক্রিটিকদের কাছে অভিনয়ের বিচারে আলিয়ার অন্যতম সেরা ছবি মর্যাদা পেয়েছে। এই ছবি দিয়েই বলিউড ইন্ড্রাস্ট্রিতে ‘অভিনেত্রী আলিয়া’র যাত্রা শুরু হয়।
গাঙ্গুবাই তাঁকে ‘সফল অভিনেত্রী’ তকমা এনে দিল। নায়িকা হিসেবে তাঁর সাফল্যের রেশিও ৭৭ শতাংশ। মুক্তির অপেক্ষায় থাকা ছবির নামও হিংসে করার মতো। এসএস রাজামৌলির পরিচালনায় 'আরআরআর', অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। করণ জোহরের পরিচালনায় 'রকি আউর রানী কি প্রেম কাহানি’তে তাঁর বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে। সঞ্জয়লীলা বনশালীর পরের প্রজেক্ট 'বৈজু বাওরাতে'ও দেখা যাবে তাঁদের। জুটি হিসেবে দ্বিতীয় কাজ।
‘গাঙ্গুবাই’ আলিয়ায় মুগ্ধ বলিউডে। এই ছবির সব অভিনেতা-অভিনেত্রীই নিজেদের সেরাটা দিয়েছেন ছবিতে। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছেন আলিয়া। টিনসেল টাউনের সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন আলিয়াকে। বিদ্যা বালানের ভাষায় গাঙ্গুবাই একমাত্র আলিয়াই। আরও অনেকেই মনে করেন এই চরিত্রে ‘আলিয়াই ফিট’।
এসব শুনে আলিয়া জানিয়েছেন এই অভিনন্দন এই শুভেচ্ছা এই উচ্ছ্বাস আসলে তাঁকে আরও শক্তিশালী করছে আগামীর জন্য। তবে এই মুহূর্তে তিনি একটু ছুটি চান…