মরশুমের শুরুতেই দলের সবথেকে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ইন্টার মিলান-এ পাঠিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর এবার আরও এক অভিজ্ঞ খেলোয়াড়কে ইন্টারে পাঠালো তারা। মঙ্গলবার ইতালীয় এক পত্রিকার রিপোর্ট অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেড এর ফরোয়ার্ড অ্যালেক্সিস স্যাঞ্চেজ যাচ্ছেন ইন্টার মিলান-এ।
পত্রিকাটির রিপোর্ট অনুযায়ী, চুক্তিটি সম্পূর্ণ লোনভিত্তিক এবং এতে কোনওরকম ট্রান্সফার এর উল্লেখ নেই। এছাড়াও ইউনাইটেড, স্যাঞ্চেজ এর মাইনের কিছু অংশও প্রদান করবে। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে ইউনাইটেড মরিয়া ছিল স্যাঞ্চেজকে সরানোর ব্যাপারে।
৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড কাম উইঙ্গার ২০১৮ সালে আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড-এ যোগ দেন, পরিবর্তে চুক্তির শর্ত অনুযায়ী ইউনাইটেড থেকে হেনরিখ মেখতারিয়ান যোগ দেন আর্সেনাল-এ। আর তারপর রেড ডেভিলসের হয়ে একপ্রকার ব্যর্থতার মধ্যেই কাটিয়েছেন স্যাঞ্চেজ। ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে ৩২টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র ৩টি গোল করেছেন তিনি।
মূলত এই ইতালীয় লিগ সিরি -এ থেকেই উত্থান চিলির এই ফুটবলারের। উদেনিসি দলের হয়ে তিনি খেলতেন প্রথম দিকে। তার দুর্ধর্ষ খেলা দেখে পছন্দ হয় বার্সেলোনার কর্তৃপক্ষের, আর তাকে সই করানো হয়। এরপর আর্সেনালে এলে তার খেলার ধরণ একেবারে বদলে যায়। আর্সেনাল-এর হয়ে ১৬৬টি ম্যাচে ৮০টি গোল করেন স্যাঞ্চেজ। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে আসার পরেই তার খেলার ছন্দ পড়ে যায়। এখন এটিই দেখার, ইন্টারের হয়ে নিজের পুরোনো ছন্দে ফিরে পান কিনা স্যাঞ্চেজ।