মানুষের জীবনের অত্যন্ত প্রিয় জিনিস ? – এর উত্তরের বিভিন্ন মানুষ ভিন্ন মত পোষণ করলেও সবচেয়ে বেশি প্রয়োজন যা, তা হল শান্তি। তাই দৈনন্দিন জীবনের ব্যাস্ততার মধ্যেও এক টুকরো শান্তির খোঁজে মানুষ যা খুশি তাই করতে পারে। সে ইতিবাচক হোক বা নেতিবাচক, শান্তি যেখানে, মানুষ সেখানে যাবেই। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলা স্টুডিওতে উপস্থিত ছিল এমন একটি পুজো কমিটি যারা ‘শান্তি’-কে তাদের থিম হিসাবে বেছে নিয়েছে।
উপস্থিত ছিলেন আলম বাজার ব্যয়াম সমিতি-র মহিলা সদস্য মৌমিতা মন্ডল ও দুই কোষাধ্যক্ষ প্রশান্ত সরকার ও সুমন দত্ত। সঞ্চালক দীপালি-র সাথে তাদের পুজোর ব্যাপারে জানলাম আমরা। এই বছর হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রথম তাদের থিমে প্রবেশ। তাই বিষয়টাকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে তারা। মন্ডপ তৈরী হচ্ছে প্যাগোডার আদলে, আর শান্তির প্রতিক হিসাবে বেছে নিয়েছে গৌতম বুদ্ধকে।
খুঁটি পুজো দিয়ে শুরু হয়েছে তাদের ২০১৯ শারদোৎসবের পথচলা আর মহালয়ার দিন বা তার এক কি দুদিন পড়ে উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে প্রবেশ দ্বার। পুজোর কটা দিন বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলে তাদের উৎসব উদযাপন, যার মধ্যে প্রধান উল্লেখযোগ্য হল ‘শারদ সুন্দরী প্রতিযোগিতা’। অষ্টমীর দিন পল্লীবাসী ও দর্শনার্থীদের নিয়ে প্রায় ১৫০০ থেকে ২০০০ মানুষ মায়ের ভোগ গ্রহণ করে থাকেন। হীরক জয়ন্ত বর্ষ বলে এইবছর দশমী নয়, একাদশী নয় সেই দ্বাদশীতে গিয়ে বিদায় জানানো হবে মা-কে। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোতে উঠে নামতে হবে শ্যামবাজার, সেখান থেকে আড়িয়াদহ ও দক্ষিণেশ্বর গামী যে কোনও বাসে উঠে আলমবাজার স্টপেজের নিকট এই পুজৌ মন্ডপ।