কালার্স বাংলায় চলছে ধারাবাহিক 'আরব্য রজনী'। 'আরব্য রজনী'র কাহিনি অবর্তিত হয়েছে পারস্য সম্রাট শাহরিয়ারকে কেন্দ্রে রেখে। এই গল্প কে না জানেন? শাহরিয়ার বিশ্বাসঘাতকতার শিকার হয় তার বেগমের কাছে। আর এর পর থেকেই কোনও মহিলাকে বিশ্বাস করতে পারত না সে। তাই এক অদ্ভুত হত্যালীলায় মেতে ওঠে শাহরিয়ার। একের পর এক বিয়ে করে আর বিয়ের রাতেই বেগমকে হত্যা করার নেশায় মেতে ওঠে শাহরিয়ার। দীর্ঘদিন চলতে থাকে তার এই হত্যালীলা, যা আর মেনে নিতে পারছিল না কেউই । কিন্তু প্রতিবাদে গর্জে ওঠার মতো সাহস ছিল না কারোরই।
এরপর একদিন এক উজিরের মেয়ে সাহস করে এগিয়ে আসে। তার নাম শাহারজাদ। বিয়ের রাতে সে সম্রাটের কাছে আর্জি জানায়, মৃত্যুর আগে সে তার বোনকে গল্প শোনাবে। কারণ তার বোন তার গল্প না শুনে ঘুমোয় না। সম্রাট বেগমের শেষ বাসনা পূরণ করতে সম্মতি দেয়। বেগম গল্প শোনাতে শুরু করে। রাত ফুরিয়ে গেলেও শেষ হয় না বেগমের গল্প। বাকিটা পরের দিনের জন্য তুলে রাখে বেগম। সবথেকে মজার কথা, সেই গল্প তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে সম্রাট স্বয়ং। এতদিন বেগমের কাছ থেকে 'আলিবাবা ও চল্লিশ চোর'-এর গল্প শুনছিল শাহরিয়ার। গল্পে ইতিও টেনেছে বেগম। ডাকাতেরা মরেছে। সুখে আছে আলিবাবা ও তার পরিবার এবং মর্জিনা। চলতি সপ্তাহ থেকে আলাদিনের গল্প বলা শুরু করবে বেগম। সুতরাং এবার আলাদিন ও তার আশ্চর্য প্রদীপের গল্প উঠে আসবে 'আরব্য রাজনী'-তে।
ধারাবাহিক শুরু হওয়ার সময়েই বলা হয়েছিল প্রত্যেকটি গল্পই চলবে দুই থেকে তিন মাস। ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক। আজ থেকে 'আলাদিনের আশ্চর্য প্রদীপ' দেখবেন দর্শক।
আলাদিনের চরিত্রে দেখা যাবে রাজ'কে। এর আগে 'সাঁঝবেলা' ধারাবাহিকে তাঁকে শিশুশিল্পী হিসেবে পেয়েছেন দর্শক। এছাড়াও 'রানী রাসমণি' ধারাবাহিক সহ ছোটপর্দায় বেশকিছু কাজ করেছেন তিনি। এবার একেবারে আলাদিনের চরিত্রে। সাজপোশাকেও আছে ভিন্নতা।
'আরব্য রজনী' দেখতে ভুলবেন না প্রতিদিন সন্ধ্যে সাড়ে ৭ টায়, কালার্স বাংলায়।