ফোর্বস-এর ধনীতম অভিনেতার তালিকায় চার নম্বর জায়গাটা দখল করলেন বলিউডের খিলাড়ি রাজীব হরি ওম ভাটিয়া, ওরফে অক্ষয় কুমার। ২০১৮- ২০১৯ এর জুন পর্যন্ত আয়ের নিরিখে। ভারতীয় মুদ্রায় ৪৮৬ কোটি টাকা আয় করেছেন তিনি। পিছনে ফেললেন হলিউডের তাবড় অভিনেতাদের।বলিউড তারকাদের মধ্যে একমাত্র অক্ষয়ই ফোর্বস তালিকায় জায়গা করে নিতে পেরেছেন। আয়ের দিক থেকে পৃথিবীর এই সেরা দশের তালিকার শীর্ষে আছেন ডেন জনসন। ‘দ্য রক’ নামেই যাঁর জনপ্রিয়তা।তাঁর আয় ৬৩৯ কোটি টাকা।
অক্ষয় ছাড়াও হলিউডের দুনিয়ার বাইরের অভিনেতা হিসেবে জ্যাকি চ্যান আছেন এই তালিকায়।
গত সপ্তাহে রিলিজ হওয়া অক্ষয় অভিনীত ‘মিশন মঙ্গল’ ৬ দিনে আয় করেছে ১২৭.২৩ কোটি টাকা।
ফোর্বস এর রিপোর্টে হলিউডের অভিনেতাদের দিক থেকে পারিশ্রমিকের দিক থেকে টপে ‘দ্য রক’ ডেন। আপকামিং সিনেমা জুমানজির জন্য তাঁকে ২৩.৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হচ্ছে। তাঁর পারিশ্রমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আয়রন ম্যানের জন্য তাঁর পারিশ্রমিক ৮ শতাংশ বাড়িয়েছেন রবার্ট ডাউনি।
বলিউডে অক্ষয় অবশ্য চলেন নিজের নিয়মে। তিনি বলিউডের সর্বোচ্চ ‘হায়েস্ট পেইড’ পারিশ্রমিক অভিনেতাদের একজন। অক্ষয়ের এক মুখপাত্র বলেছেন, 'অক্ষয় বিশ্বাস করেন ‘নয়’ এই সংখ্যাটা তাঁর জন্য খুব লাকি। তাই তিনি নয়-নয় করে পারিশ্রমিক বাড়ান। এবার তিনি তা আরও এক দফা বাড়িয়ে ৫৪ কোটিতে দাঁড়িয়েছে।
প্রযোজকের সঙ্গে ছবির লাভের অংশও পান অভিনেতা। তাঁর সর্বশেষ হাউজফুল থ্রি (২০১৬), রুস্তম (২০১৬), জলি এলএলবি টু (২০১৭) টয়লেট এক প্রেম কথা (২০১৭), প্যাডম্যান (২০১৮), টু পয়েন্ট জিরো (২০১৮), কেসারি (২০১৮)- প্রতিটি ছবিই বক্স অফিস সফল।
তাঁর পরের ছবি হাউসফুল-৪, গুড নিউজ, সূর্যবংশী ও লক্ষ্মী বম্ব। ‘গুড নিউজ’ ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকে। পরিচালনায় করন জোহর। ‘সূর্যবংশী’ ছবিতে তাঁর নায়িকা ক্যাটরিনা কাইফ। ‘লক্ষ্মী বম্ব’-এ কায়রা আদবানি। এছাড়া ‘বচ্চন পান্ডে’, ‘মোগুল’, ‘ক্র্যাক’ আছে পাইপলাইনে। হাউসফুল-ফর রিলিজ হবে এই দেওয়ালিতে।