ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতীয় দল থেকে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। তাঁর জায়গা কে নেবে, এই নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। কিন্তু অবশেষে এবার তাঁর জায়গাতে টেস্টে অভিষেক করলেন বাংলার পেসার আকাশ দীপ। জানা গিয়েছে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্টের প্রথম স্পেলেই ৩ উইকেট নিলেন বাংলার পেসার। তাঁর স্পেল দেখিয়ে মুগ্ধ করলেন সকলকে।
ইনিংসের দশম ওভারে পরপর দুই উইকেট নেন আকাশ দীপ। ইংল্যান্ড ব্যাটারদের বেশ চাপে ফেলে দেন তিনি। তাঁর বলেই আউট হন জ্যাক ক্রলিও।
কিভাবে উইকেটগুলি নিলেন ভারতের আকাশ? দেখা গিয়েছে যে গুড লেংথে পড়া বলটা কিছুটা বাইরের দিকে চলে যাচ্ছিল। ইংল্যান্ড ওপেনার, বেন ডাকেট দ্বিধায় ছিলেন যে সেই বল খেলবেন কি খেলবেন না। তবে, ব্যাট লাগান তিনি। তারপর ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার ধ্রুভ জুড়েলের হাতে। প্রথম উইকেট পেল ভারত। এরপর একই ওভারে অলি পোপকেও আউট করেন আকাশ দীপ। তাঁর কাছে এদিন তৃতীয় শিকার হন জ্যাক ক্রলি। তাকে বোল্ড করেন তিনি।
এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খারাপ করলেও,পরবর্তী ম্যাচগুলিতে তাক লাগানো পারফর্ম করছে রোহিত শর্মার দল। দেখা যাচ্ছে যে রাজকোট টেস্ট জিতে ২-১ এ এগিয়ে টিম ইন্ডিয়া।পাঁচ ম্যাচের সিরিজে রাঁচি টেস্ট জিতলে আরও একবার ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। কিন্তু যদি হেরে যায় তাহলে অপেক্ষা করতে হবে ধর্মশালা টেস্টের জন্য।
তবে, ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস রাঁচির পিচ নিয়ে অনেক বিতর্কিত কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এই পিচ দূর থেকে দেখতে যেমন সামনে গেলে একেবারে অন্যরকম। তাঁর দাবি, এরকম পিচ এর আগে তিনি কখনও দেখেননি।
এই রাঁচি টেস্টে ভারতীয় দলের প্লেয়িং-১১। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
অন্যদিকে, চতুর্থ টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডের প্লেয়িং-১১। সেই দলে রয়েছে জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।
অন্যদিকে, আকাশের সাথে এই সিরিজে মুকেশ কুমারও খেলেছেন। কিন্তু সেইভাবে খেলায় প্রভাব ফেলতে পারেননি তিনি। তাই, রঞ্জির জন্য পাঠানো হয় তাঁকে। সেখানে বাংলার হয়ে রঞ্জির শেষ ম্যাচ খেলে দলকে জিতিয়েছেন তিনি।
এবারের আইপিএল-এ আকাশদীপ কোনও দল না পেলেও টেস্ট ক্রিকেটের জন্য তৈরি ছিলেন তিনি। এছাড়া এবারের রঞ্জি ট্রাফিতে বাংলা নক আউটে যেতে না পারলেও, গতবার তাঁরা ফাইনাল খেলেছে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন মুকেশ ও আকাশ।