নতুন বছরে নিউজিল্যান্ডের সাথে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। ভারতের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের মতে আবওহাওয়া ভারতীয় দলের কাছে প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে।
রাহানের মতে ২০১৪ সালে আমরা নিউজিল্যান্ডে খেলতে গেছিলাম। সেইসময় আমাদের প্রচণ্ড হাওয়ার সাথে চ্যালেঞ্জ করতে হয়েছিল। ওখানে হাওয়ার গতিবেগ খুব বেশি থাকে। তাই তাঁর সাথে মানিয়ে নেওয়া খুব কঠিন। আমাদের দ্রুত পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। হাওয়া দিলে বল দুদিকেই নড়াচড়া বেশি করে। তাঁর ফলে ফাস্ট বোলারদের খুব সুবিধে হয়। আমাদের এই নিয়েও সতর্ক থাকতে হবে।
রাহানে আরও বলেছেন ঘরের মাঠে নিউজিল্যান্ড দল খুব শক্তিশালী। তার ওপর ওদের দলে নীল ওয়াগনারের মত বাঁ-হাতি বোলার রয়েছে। যে অস্ট্রেলিয়া সিরিজে ভাল পারফর্ম করেছে। নিউজিল্যান্ডে প্রধানত শরীরের কাছ থেকে খেলাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের প্রধান টেকনিক এর দিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে নিউজিল্যান্ডে গতি ও বাউন্স দুই বেশি থাকবে। তাই এই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া শুধুমাত্র বোলারদের কথা ভাবলেই হবে না। নিউজিল্যান্ডের ব্যাটিংও প্রচণ্ড শক্তিশালী। তাদের নিয়েও আমাদের ভাবতে হবে।
সৌরভ নিয়েও অকপট রাহানে বলেছেন দাদা এবং রাহুল ভাই ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। তাদের একসাথে কাজ করাটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভাল। ভারতীয় দলের সবাই খুব মজা করে খেলতে ভালবাসে। আমরা চাপ কমানোর জন্য ড্রেসিংরুমে পরিবেশকে হালকা করার চেষ্টা করি। তাই আমাদের দলের মধ্যে কোনোরকম নেতিবাচক ভাবনা ঢুকতে পারে না।