এবার ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াল ‘সৃষ্টি ডান্স অ্যাকাডেমি’। উপরি পাওনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ওই সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হয় অ্যাকাডেমির মুখ্য কাণ্ডারি ইন্দ্রাণী গাঙ্গুলির অনবদ্য সৃষ্টি ‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে’।
অনুষ্ঠানে হাজির ছিলেন মাধবী মুখোপাধ্যায়, মৌবনী সরকার, দেবাশিস কুমার, পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবিকা মুখোপাধ্যায়, পারমিতা মুন্সি, শতরূপা সান্যাল, সূপর্ণা মুখোপাধ্যায় সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের বহু বিশিষ্টজন।
রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হয় ‘সৃষ্টি ডান্স অ্যাকাডেমি’র এই অনুষ্ঠান। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে।
প্রসঙ্গত, দিকে দিকে এহেন অনুষ্ঠানের মাধ্যমে আজকাল শারীরিক ভাবে অসুস্থ কিংবা বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বহু সংস্থা। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ দিতেই হয়। সেই সব উদ্যোগীদের নামের তালিকায় যুক্ত হল আরও একটি নাম ‘সৃষ্টি ডান্স অ্যাকাডেমি’। আগামী দিনে আরও নানা ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেদের নিযুক্ত করবে বলে জানিয়েছে এই সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তিরা।