বলিউডের অন্যতম অভিনেতা অজয় দেবগণ। সম্প্রতি ‘ময়দান’-এ অভিনয় করে বেশ মন কেড়েছেন দর্শকদের। শোনা যাচ্ছে আবারও অন্য এক স্পোর্টস-ড্রামা নিয়ে ফিরছেন তিনি।
তবে, এবার কার চরিত্র পর্দায় তুলে ধরবেন অজয়? জানা গিয়েছে ভারতের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কর বালুর জীবনী নিয়ে তৈরি হবে আগামী ছবিটি। এই ছবিটির পরিচালনা করবেন তিগমাংশু ধুলিয়া।
এই তথ্যটি চলচ্চিত্র প্রযোজক প্রীতি সিনহা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন। তিনি একটি ট্যুইট শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল, "আমরা @ajaydevgn, @dirtigmanshu, @pritisinha333, খুব শীঘ্রই পালওয়াঙ্কর বালুর জীবনের উপর ভিত্তি করে একটি অন্যরকম সিনেমা তৈরি করতে চলেছি। যেখানে ওঁর ক্রিকেট জীবন সম্পর্কে দর্শকরা অনেক অজানা তথ্য পাবেন। এই ছবি নিছক খেলার ইতিহাসই শুধু নয়, তার চেয়েও বেশি কিছু তুলে ধরবে। পালওয়াঙ্কর বালুর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের ইতিহাস উঠে আসবে এই ছবির মাধ্যমে। যা দর্শকের ভাল লাগবে বলে আশাবাদী আমরা।"
নির্মাতারা জানিয়েছেন যে এখনও পর্যন্ত ছবির নাম কিংবা অভিনেতা অভিনেত্রীদের তালিকা প্রকাশ্যে আসেনি। তবে, ছবিটির নির্মাণকাজ একেবারে প্রাথমিক স্তরেই রয়েছে।
প্রসঙ্গত, অজয় দেবগনের ‘ময়দান’ ছবিটি ছিল ফুটবল খেলোয়াড় সৈয়দ আবদুল রহিমের জীবনের উপর ভিত্তি করে একটি বায়োপিক। এছাড়া গত বছর তাঁকে জ্যোতিকা, আর মাধবন এবং জানকি বোদিওয়ালার পাশাপাশি বিকাশ বাহলের হরর থ্রিলার ফিল্ম 'শয়তান'-এও দেখা গিয়েছিল। চলতি বছরে রোহিত শেঠির 'সিংহম এগেইন'-এ দেখা যাবে। ১৫ই আগস্ট মুক্তি পাবে এই ছবিটি।