এজে ব্লক সল্টলেক পূজা কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

আজকের দিনের গতিময় জীবনে আমাদের ধরিত্রীমাতার উপর দিয়ে প্রতিনিয়তই চলে নানান ওঠাপড়া| আর তারই মাঝে আমাদের প্রকৃতিও যে খুব ভাল নেই তা বলাই বাহুল্য| আর সেই ভাবনাকে থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে এজে ব্লক সল্টলেক|

জিয়ো বাংলা শারদ সম্মান’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাষ্টুডিওতে হাজির হয়েছিল এজে ব্লক সল্টলেক| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের তিন মহিলা সদস্যা| সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সাংস্কৃতিক কমিটির সদস্যা মোনালিসা শীল, মধুমিতা গুহ রায় এবং মনিরত্না রায়|

এই বছর এজে ব্লক সল্টলেক ক্লাবের দুর্গাপূজো ৩৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে| আর এই বছর পরিবেশ বাঁচানোর তাগিদ নিয়ে থিমের ভাবনা তৈরী করেছে তারা| এবারের থিমপরিবেশ বাঁচান এবং নিজে বাচুন’|

এই বছর এজে ব্লক সল্টলেক-এর পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে চতুর্থীতে| আর পঞ্চমী থেকে নবমী অবধি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে| এছাড়া সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগের ব্যবস্থা করে থাকেন তারা|

এজে ব্লক সল্টলেক-এর পুজোয় আসতে গেলে সল্ট লেক করুনাময়ী আসার বাস ধরে আসতে হবে করুনাময়ী বাস স্ট্যান্ড|  সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন তাদের পুজোমন্ডপে|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...