অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে উড়ানের সময় সূচি বদল করা হলো। মুম্বাইগামী উড়ান দুপুর ১টার সময়ে অন্ডালে আসবে। আবার এটি অন্ডাল ছেড়ে যাবে দুপুর ১টা ৩০ মিনিটে। হায়দারবাদের উড়ান বিকেল ৪টের সময় অন্ডালে পৌঁছাবে। ছেড়ে যাবে ৪টে ৩০ মিনিটে।
অন্যদিকে চেন্নাইয়ের উড়ান অন্ডালে পৌঁছাবে দুপুর ২টো বেজে ৪০ মিনিটে। এরপর বিমানটি চেন্নাইয়ে উদ্দ্যেশ্যে রওনা হবে দুপুর ৩টে ১০ মিনিটে। দিল্লির বিমান অন্ডালে আসবে দুপুর ৩টে ৪৫ মিনিটে। বিমানটি ফিরে যাবে ৪টে ১৫ মিনিটে।
পাশাপাশি, ভুবনেশ্বরের উড়ান অন্ডালে পৌঁছাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। ফের এটি ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেবে বিকেল ৫টা ১০ মিনিটে। এই বিমানটি ভুবনেশ্বর থেকে ছেড়ে অন্ডাল হয়ে একদিন অন্তর বাগডোগরা ও গুয়াহাটি যাবে। অন্ডাল থেকে দু'টি গন্তব্যে যাবে দুপুর ১টা ১৫ মিনিটে। বেঙ্গালুরুর উড়ান অন্ডালে পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে। এরপর এটি অন্ডাল থেকে ছেড়ে যাবে ১টা ৫০ মিনিটে।
এ বিষয়ে অন্ডাল বিমান বন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘চলতি মাসের ৩০ ও ৩১ তারিখ থেকে নতুন উড়ান সূচি অনুযায়ী বিমান চলাচল করবে। অক্টোবর মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই উড়ানসূচি চলবে।