কফির সাথে এবার খাওয়া যাবে কাপও, তৈরী হলো খাদ্যযোগ্য কফি কাপ

বিমানে দূষণ কমাতে এবার উদ্যোগী নিউজিল্যান্ড এয়ারলাইন্স| তারা অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে এমন একটি কফি কাপ যা কিনা নিজেই খাদ্যযোগ্য| অর্থাৎ কফি খেয়ে আর ফেলে দিতে হবে না সেই কাপ| নিউজিল্যান্ড-এর ন্যাশনাল এয়ারলাইন্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন ট্রায়াল পিরিয়ডে রয়েছে এই কাপ| একবার পরীক্ষায় পাশ করলেই তাকে পৌঁছে দেওয়া হবে যাত্রীদের কাছে|

খাদ্যযোগ্য কাপ নির্মাণকারী লোকাল কোম্পানি ‘টোয়াইস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যানিলা বিস্কুটের মাধ্যমে কাপ তৈরী করা হচ্ছে| তবে বিস্কুট থেকে তৈরী তার মানেই যে লিক হবে তা নয়| কাপগুলিকে সম্পূর্ণ ‘লিকপ্রুফ’ করে তৈরী করা হচ্ছে| বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে, বছরে প্রায় ৮ মিলিয়ন কাপ যাত্রীদের জন্য কফি দেওয়া হয়| এই খাদ্যযোগ্য কাপ তৈরির ফলে এই কাপের অপচয় অনেকটাই কমানো যাবে আশা বিমানবন্দর কর্তৃপক্ষের|

আপাতত এই কফিকাপগুলিকে মাটিতে এবং আকাশে দুই জায়গাতেই পরীক্ষা করে দেখা হচ্ছে| এয়ার নিউজিল্যান্ড-এর নিকি সেভ জানান, নতুনভাবে তৈরী এই কফির কাপগুলি ডেজার্ট পরিবেশনের বাটি হিসেবেও ব্যবহার করা যায়| টোয়াইস-এর কো-ফাউন্ডার জ্যামি ক্যাসমরের আশা, এই নতুন খাদ্যযোগ্য কাপ পরিবেশের উপর একটি পজিটিভ এফেক্ট ফেলবে| জানা গেছে, নিউজিল্যান্ডের মতো ইউকে-তেও প্রতিবছর প্রায় ২.৫ মিলিয়ন কাপ এইভাবে নষ্ট হয় যার মধ্যে মাত্র ০.২৫% কাপ রিসাইকেল করা হয়| এয়ার নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্যযোগ্য কাপ তৈরির আগে তারা পুনর্ব্যবহারযোগ্য কাপের ব্যবহার চালু করেছিলেন যা মূলত কাগজ আর ভুট্টা দিয়ে তৈরী হয়েছিল| এরপরে বহুদিন ধরেই কাগজের কাপের ব্যবহার বন্ধ করার জন্য কথা উঠছিল নানা জায়গায়| এরপরেই বিস্কুটের কাপ বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়|      

এটা শেয়ার করতে পারো

...

Loading...