গঙ্গাসাগর মেলায় অসুস্থ তীর্থযাত্রীকে বাঁচালো এয়ার অ্যাম্বুলেন্স! বিহারের এক মহিলাকে নিয়ে এল কলকাতায়

গঙ্গাসাগর মেলায় আসেন বহু পূণ্যার্থীরা। অনেকেই মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ রোগীদের জন্যই এসেছে এয়ার অ্যাম্বুলেন্স। রাজ্য সরকার সমস্ত তীর্থযাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখেই গত কয়েক বছর ধরে গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা রেখেছে।

গত শুক্রবার সেই এয়ার অ্যাম্বুল্যান্সের সুবিধা পেয়েছেন বিহার থেকে আসা এক তীর্থযাত্রী।

জানা গিয়েছে যে বিহারের সীতামারহীর বাসিন্দা বছর পঞ্চান্নর সুমিত্রা দেবী। মকর স্নানের উদ্দেশে গঙ্গাসাগরে এসেছিলেন তিনি। কিন্তু মেলায় এসে শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। অজস্র ভিড়ের মধ্যে থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল ক্যাম্পে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন যে সুমিত্রা দেবীর ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক হয়েছে। মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটলে এই স্ট্রোক হয়।  

discover

এরপর চিকিৎসকরা সুমিত্রা দেবীকে অবিলম্বে কলকাতায় পাঠিয়ে এমআর বাঙ্গুরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। তারপরেই স্থানীয় প্রশাসন সুমিত্রাদেবীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন। প্রথমে সেই হেলিকপ্টার সাগর থেকে আনা হয়েছে ডুমুরজলায়। এবার সেখান থেকে এমআর বাঙ্গুরে ভর্তি করানো হয়।  

দেখা যাচ্ছে রাজ্য সরকার গত কয়েক বছরের মতো এবারও মেলায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ নজর রেখেছেন। প্রায় ২ হাজার ২৫০টি সরকারি বাস ও ৫০০টি বেসরকারি বাসের পরিষেবা রেখেছেন তীর্থযাত্রীদের জন্য। শিয়ালদহ থেকে চলছে অসংখ্য ট্রেন।

এছাড়া নিরাপত্তার জন্য থাকবে ১০০টি অ্যাম্বুল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স।

এটা শেয়ার করতে পারো

...

Loading...