কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে উচ্চশিক্ষার প্রস্তুতি কী ভাবে নেবেন

JIS Group-এর Dr. Sudhir Chandra Sur Institute of Technology and Sports Complex- এ Computer Science and Engineering, CSC (AIML), Electronics and Communication Engineering বিভাগগুলিতে আধুনিক ল্যাবরেটারির ব্যবস্থা রয়েছে। প্লেসমেন্ট সেল এবং স্কলারশিপের সুবিধা রয়েছে।

কাজের দুনিয়ার প্রতিযোগিতার সঙ্গে টিকে থাকতে এবং সফল কেরিয়ার গড়তে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে বহুমুখী উদ্যোগ নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক সময় উপযোগী সিলেবাস, অভিজ্ঞ অধ্যাপক ও বিশেষজ্ঞদের দ্বারা নিয়মিত ক্লাস ছাড়াও আছে হাতে কলমে অভিজ্ঞতা লাভের সুযোগ। তাই ক্যাম্পাস থেকে কর্মজীবনে প্রবেশের প্রাক প্রশিক্ষণ হয়ে যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ডঃ অমিতাভ হালদার জানিয়েছেন, এই বিভাগে ভর্তি হতে আগ্রহী পড়ুয়াকে জয়েন্ট, WBJEE, WBJEEM এর পরীক্ষায় রাঙ্কিং থাকতে হবে। এ ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, গণিতে ৫৫ শতাংশ নম্বর প্রাপ্ত হতে হবে শিক্ষার্থীকে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা এবং কেরিয়ার গড়ার আগ্রহ বাড়ছে পড়ুয়াদের মধ্যে। যে কোনও নতুন বিষয়ে উচ্চশিক্ষা সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু সে চ্যালেঞ্জ যতই কঠিন হোক পিছিয়ে গেলে চলবে না। এ ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠান সব সময়ই ছাত্র ছাত্রীদের এগিয়ে চলায় পাশে আছে। নতুন ধরনের কোর্স বেছে নিলে তাদের অনেক বেশি সচেতন ভাবে পড়াশোনা চালাতে হবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে অনেক ক্ষেত্রেই মিল আছে এই কোর্সের। এআই এবং মেশিন লার্নিং সংক্রান্ত প্রাকটিক্যাল কোর্সের হাতে কলমে পাঠ দেওয়া হয়। অফলাইন ও অনলাইনে বিভিন্ন ট্রেনিং করানো হয়।

চার বছরের কোর্সে অঙ্ক, মেশিন লার্নিং, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুরুত্ব পায়। কোর্স শেষে নানা প্রথম সারির সংস্থায় ইন্টার্নশিপ, প্লেসমেন্টের সুযোগ পায় শিক্ষার্থীরা। উইপ্রো, টিসিএস, কগজেমিনি, আমাজনের মতো সংস্থার নিয়মিত ক্যাম্পাসিং হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...