আগ্রায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

তাজমহলের শহর আগ্রায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  গ্লোবাল তাজ ফিল্ম ফেস্টিভ্যাল’ শিরোনামে  তিনদিনব্যাপি  উৎসব শুরু হবে ১৫ নভেম্বর।  চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।  উৎসব অধিকর্তা সুরজ তিওয়ারী  জানিয়েছেন,  বিশ্বের দশটি দেশ অংশগ্রহণ করতে চলেছে প্রথম ‘গ্লোবাল তাজ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ।  দশটি দেশ থেকে দশটি ছবি মনোনয়ন পেয়েছে।  তার মধ্যে থেকে ৬ টি  ছবি বেছে নেবেন জুরিরা।

দাদা সাহেব ফালকের স্ত্রী সরস্বতী বাই- এর  সম্মানে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। ভারতীয় সিনেমায় অবদানের জন্য সেরা ‘ফিমেল টেকনিশিয়ান’ এর  হাতে এই সম্মান তুলে দেওয়া হবে প্রতিবছর।

তিন দিনের উৎসবের ভারতীয় সিনেমা জগতের সমস্ত ক্ষেত্রের কুশীলবরা উপস্থিত থাকবেন।

বিদেশি ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশ থেকে ‘রাজিবুল’। এছাড়াও  ব্রিটেন, কানাডা, সুইজারল্যন্ড, ফ্রান্স থেকে তথ্যচিত্র থাকছে। ভারতের প্রতিটি রাজ্য থেকে ছবি থাকছে আগ্রা সিনে উৎসবে।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বর্ষীয়ান বলিউড অভিনেতা রাজা মুরাদ।

দাদা সাহেব ফালকের প্রপৌত্র চন্দ্রশেখর আগ্রা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে বিশেষ বক্তব্য রাখবেন। আলোচনাসভায় উপস্থিত থাকবেন সুষমা শিরোমনি।  শর্ট ফিল্ম, অ্যানিমেশন ছবি, তথ্যচিত্র,  সামাজিক বিষয় নির্ভর মিউজিক ভিডিয়োও রাখা হয়েছে উৎসব তালিকায়। সিনেমাটোগ্রাফির ওয়ার্কশপ করাবেল বিপিন গোজে। বিশিষ্ট লেখক এবং গীতিকার  সুধাকর শর্মাও বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...