আগমনীর অবগাহন

বাবা-মেয়ের সম্পর্কের বাঁধন নিয়ে শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক অভিজিৎ রায়। ছবির নাম ‘আগমনীর অবগাহন’। ইতিমধ্যেই বিভিন্ন ফেস্টিভ্যালে সাড়া পেয়েছে এই ছবি। এবার আরও এক খেতাব মিলতে চলেছে এই ছবির। ‘কম্পিটিটিভ সেকশন অফ ফোর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সিলেকশন পেয়েছে এই ছবি।

agomoni-1

উমা নামের একটি মেয়ে তার বাবার চোখের মণি। বাবা সুজন নৌকা চালায়। মেয়েকে ঘিরে তার অনেক স্বপ্ন। সুজনের স্ত্রী সন্ধ্যা। এই তিনজনের অভাবের সংসার কেমনভাবে কোনদিকে বয়ে চলে মূলত সেই বিষয়টিকে কেন্দ্রে রেখেই এগিয়েছে ছবির গল্প।

agomoni-2

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা খাতুন, হিমিকা পাত্র, অভিজিৎ রায়, প্রিয়াঙ্কা সমাদ্দার সহ আরও অনেকে। ছবির গল্প পরিচালকেরই লেখা। ক্যামেরা সামলেছেন বাংলাদেশের হিমু হিমালয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সঙ্গীত পরিচালনায় হিয়া জোয়ারদার। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অনুভব ঘোষ

এটা শেয়ার করতে পারো

...

Loading...