ফের পুরষ্কৃত 'আগমনীর অবগাহন'

নানা বিষয়ধর্মী গল্প নিয়ে আজকাল শর্ট ফিল্ম বানাচ্ছেন পরিচালকেরা। এদের মধ্যে কেউ পুরনো কেউ বা একেবারেই নতুন। তবে পুরনো হোক বা নতুন একটি গল্পকে স্বল্প সময়ের মধ্যে বেঁধে তাকে দর্শকের বোধগম্য করে তোলা খুব একটা সহজ কথা নয় মোটেও। কিন্তু এই কাজটি দক্ষতার সঙ্গে করে থাকেন পরিচালকেরা। ঠিক যেমন 'আগমনীর অবগাহন' বানিয়েছেন পরিচালক অভিজিৎ রায়। বাবা-মেয়ের সম্পর্কের কথা বলেছে এই ছবি। বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে এই ছবি। এবার চতুর্থ আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম এওয়ার্ড পেল এই ছবি।

enter1

উমা,  সন্ধ্যা আর সুজনকে নিয়ে একটি পরিবার। সর্বসুখ সেখানে নেই। আছে শান্তি। আর আছে মেয়েকে নিয়ে বাবার উচ্চাশা এবং স্বপ্ন। সুজনের মেয়ে উমার  জীবন শেষ অবধি কোনদিকে ধাবিত হয় সেটাই দেখার এই ছবিতে।

enter2

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিমিকা পাত্রগুলশানারা খাতুন,  অভিজিৎ রায়, প্রিয়াঙ্কা সমাদ্দার। ক্যামেরায় হিমু হিমালয়। সংগীত পরিচালক হিয়া জোয়ারদার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনুভব ঘোষ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...