‘আগমনীর অবগাহন’-এর মাথায় জোড়া মুকুট

 

পরিচালক অভিজিৎ রায় বানিয়েছেন শর্ট ফিল্ম আগমনীর অবগাহন’ বাবা-মেয়ের নির্মল স্বচ্ছ সম্পর্কের ছবি। বাবা তার মেয়ের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। অনেক কষ্টে চলে সংসার। উমা, সন্ধ্যা আর সুজনকে নিয়ে আবর্তিত হয়েছে এই ছবি। আছে শান্তি। আছে অভাব অনটন। তবু, স্বপ্ন দেখতে তো বাধা নেই।...

এমন একটি ছবিই এবার পুরষ্কৃত হল অষ্টম কলকাতা শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’-এ। ‘আগমনীর অবগাহন’ পেল বেস্ট ফিল্ম এবং বেস্ট ডিরেক্টর জুরি অ্যাওয়ার্ড। একটি নয়, একেবারে দুটি খেতাব জিতে নিল এই ছবি। এর আগে বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’-এ অফিশিয়াল সিলেকশন পেয়েছে এই ছবি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিমিকা পাত্র, গুলশানারা খাতুন, অভিজিৎ রায়, প্রিয়াঙ্কা সমাদ্দার। ক্যামেরা সামলেছেন হিমু হিমালয়। সঙ্গীত পরিচালনায় হিয়া জোয়ারদার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনুভব ঘোষ। 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...