ফের জাঁকিয়ে পড়বে শীত

এ বছর ক্রিসমাসে এবং নতুন বছরের শুরুতে বেশ ঠান্ডা পড়েছিল। মানুষ চুটিয়ে উপভোগ করেছিলেন ওই একটা সপ্তাহ। পাঁচ-ছয় বছর পর এমন ঠান্ডা পড়েছিল কলকাতায়। কিন্তু তারপর আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করে। সাধারণতঃ মকর সংক্রান্তি মানে জাঁকিয়ে ঠান্ডা, কিন্তু এই বছর কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গের মানুষ মকর সংক্রান্তির দিন সেই রকম ঠান্ডা অনুভব করলো না। বরং সেই দিন বেলা বাড়তেই তাপমাত্রা বেড়ে গিয়ে শীতের আমেজ প্রায় গায়েব হয়ে গিয়েছিল মহানগরী থেকে। কিন্তু  পরের দিনই একেবারে তাপমাত্রা বদলে গেল, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী একদিনে এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি। উত্তুরে হাওয়ার জেরে ফের জাঁকিয়ে পড়বে শীতবুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে খবর আগামী থেকে দিনের মধ্যে কোনো রকম তাপমাত্রার হেরফের হবে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবার ঠান্ডা বাড়বে সপ্তাহের শেষে। আবহাওয়া অফিস থেকে আরও জানা গেছে,তাপমাত্রার এই রকম ওঠা নামা চলতে থাকলেও শীতের আমেজ থাকবে জানুয়ারীর তৃতীয় সপ্তাহ পর্যন্ত। তারপরেই ধীরে ধীরে বিদায় নেবে শীত

এটা শেয়ার করতে পারো

...

Loading...