রাজ্যে আবার বৃষ্টির সম্ভাবনা

ঠান্ডার আমেজ বেশ ভালোই উপভোগ করছে রাজ্যবাসী। কিন্তু এই আমেজের স্থায়িত্ব হয়ত শুধুমাত্র আজকের জন্যই সীমাবদ্ধ হয়ে যাবে। কারন আগামীকাল থেকে রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

                মঙ্গলবার আলিপুরের তাপমাত্রা নেমেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। কাঁথি, কৃষ্ণনগর, শ্রীনিকেতনের পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। আজ সারাদিন ঠান্ডা থাকলেও বুধবার থেকে ফের বাড়বে রাজ্যের তাপমাত্রা। ওই দিন রাজ্যের পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে। কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার থেকেই রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতায় বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধারা বর্ষণ হবেনা বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবার ঝঞ্ঝা কেটে গেলে আরও এক দফা ঠান্ডার আশা করছেন আবহাওয়া দফতরের কর্তারা। পাশাপাশি ঠান্ডা এবং বৃষ্টিতে দার্জিলিং কাঁপছে। উঁচু পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাত হয়। রবিবার বিকেল থেকে তুষারপাত শুরু হয় দক্ষিণ সিকিমের রাবাংলায়। বাঁকুড়া, মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...