প্রথমবার ব্রহ্মা-১ শৃঙ্গ জয় করলেন বাংলার ৯ আরোহী

গত ৪৪ বছরে এই শৃঙ্গ কেউ জয় করতে পারেনি। অবশেষে শৃঙ্গ জয় করে দেখিয়ে দিল বাঙালীরা! কাশ্মীরের বিপদজনক শিখর ব্রহ্মা ১ শৃঙ্গ জয় করলেন বাংলার ৯ পর্বতারোহী।

মঙ্গলবার খারাপ আবহাওয়ার মধ্যেই সকাল ১০.‌৪০ নাগাদ বাংলার নয় পর্বতারোহী- দলনেতা রুদ্রপ্রসাদ হালদার, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, সত্যরূপ সিদ্ধান্ত, পার্থসারথি নায়েক, নৈতিক নিলয় নস্কর, অভীক মণ্ডল, ডা.‌ উদ্দীপন হালদার, তুহিন ভট্টাচার্য, দেবাশিস মজুমদার ব্রহ্মা–১ শৃঙ্গের শিখর স্পর্শ করেন। তাঁদের সহযোগী ছিলেন পাঁচজন অভিজ্ঞ শেরপা। এটাই ভারতীয় পর্বতারোহীদের প্রথম ব্রহ্মা–১ (৬৪১৬ মিটার) শৃঙ্গের সফল অভিযান।

1600x960_715874-brammah-i

বেসক্যাম্পে দলের তিন সদস্য চয়ন চট্টোপাধ্যায়, জয়দীপ হালদার এবং আশিসকে রেখে নয়জন সদস্য এবং ছয় শেরপা অভিযান শুরু করেন।  ১৬ জুলাই, রবিবার সকাল সাড়ে ১০টার সময় ১৫ জন অতিরিক্ত তুষারপাতের মধ্যেই ৬২৮০ মিটার পৌঁছে যান। কিন্তু ‌এই দলটি ব্রহ্মা–১ আরোহণের সময় প্রথম দুর্ঘটনার কবলে পড়ে। আহত হন তেনজিং শেরপা। দুর্ঘটনার জন্য সামিট পয়েন্ট থেকে মাত্র ১৩৬ মিটার দূরে থেকে সামিট ক্যাম্পে ফিরে আসতে হয় ওঁদের। কিন্তু সব বাধা অতিক্রম করে ব্রহ্মা–১–এর শীর্ষে পৌঁছে যান।

সোমবার রাতে ১১ নাগাদ আহত তেনজিংকে ক্যাম্প–২–রেখে নয়জন সদস্য এবং পাঁচ শেরপা আবার অভিযান শুরু করেন। স্বপ্ন জয়ের এত কাছে এসে ফিরতে নারাজ ছিলেন তাঁরা। শেষপর্যন্ত তাঁদের সেই স্বপ্ন সত্যি হল।

সত্যরূপ সিদ্ধান্তের বন্ধু দীপাঞ্জন দাসের থেকে জানা যায় যে ‌আবহাওয়া খারাপ থাকায় বাংলার দল ধীরে ধীরে ক্যাম্প–২–এ নামছে। এরপর তাঁরা ব্রহ্মা’স ওয়াইফ অভিযান করবেন।

প্রথমবার ১৯৭৩ সালে ইংলন্ডের ক্রিস বনিংটন আরোহণ করে এই শৃঙ্গে। তারপর ১৯৭৮ সালে ইংলন্ডের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। তারপর ১৯৭৯ সালে জাপানের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ কিন্তু তাদের একজন আরোহীর মৃত্যু হয়েছিল।

ক্যাম্প–২ থেকে সামিট পয়েন্টের দূরত্ব প্রায় দু’মাইল। সেখানে রিজের দিকটা বেশ খাড়াই। রিজের ওপরে খান চারেক বড় বড় পাথুরে দেওয়াল পথ আগলে রয়েছে। এর পরই তুষার ধসপ্রবণ এলাকা।

বিশিষ্ট পর্বতারোহী বসন্ত সিংহ রায় বলেন, “ব্রহ্মা–১ বেশি উঁচু নয়। টেকনিক্যালি খুবই কঠিন এবং বিপজ্জনক। এই শিখরে সফল আরোহণে  এক মাইলফলক তৈরি করল সোনারপুরের সদস্যরা।”

দেবরাজ দত্ত বলেন, ‘প্রথম ভারতীয় হিসাবে ‌‌ব্রহ্মা–১ জয় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সোনারপুর আরোহীর সদস্যরা।’

বাংলার আরোহীদের ব্রহ্মা–১ শিখরে পৌঁছে যাওয়ার সাফল্যের খবর পাওয়া মাত্রই ক্রিস বনিংটন শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন তাঁদের উদ্দেশ্যে।‌

এটা শেয়ার করতে পারো

...

Loading...