এই সপ্তাহের শেষেই অনুষ্ঠিত হবে আলোর উৎসব দীপাবলি এবং বাঙালির অন্যতম উৎসব কালীপুজো। শক্তির উপাস্য কালী আমাদের কাছে আরাধ্যা দেবী এবং কার্তিক মাসের এই অমাবস্যার পুজোটির যথেষ্ট গুরুত্ব রয়েছে বাঙালিদের কাছে। তবে দুর্গাপুজোর সময়ে যেভাবে প্রকৃতির ভ্রুকুটি ছিল, সেই রকমই বেশ কিছুদিন স্বস্তি দিলেও আবার উৎসবের মুহূর্তে আমাদের আগ্রহে ভাঁটা দেওয়ার যথেষ্ট কারণ হতে চলেছে প্রাকৃতিক দুর্যোগ।
আবহাওয়া সূত্রে খবর, বঙ্গোপসাগরের অন্ধ্র উপকূলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যার প্রভাবে সক্রিয় হবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। তাই দফতর সূত্রে খবর, বুধবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে রোদ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আরব সাগরের ওপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান কন্যাকুমারিকা হলেও তার জেরেই বাংলায় বৃষ্টির আশংকা দেখা দিয়েছে। বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আগামী ৩৬ ঘন্টার মধ্যে নিম্নচাপটি সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, লাক্ষাদ্বীপের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে চলবে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোল্লাম, আলাপ্পুঝা, কাত্তায়াম, ইক্কুরী, কোকিঝাড়ে। কেরালার বেশ কিছু স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে খারাপ আবহাওয়ার জন্য।
অপরদিকে আজ সকাল ৬.৩৬ মিনিট নাগাদ ভূমিকম্পের জেরে কেঁপে উঠল নিকোবর। এই দিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন, কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিমি গভীরে। যদিও এই কম্পনে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই, তবে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ।