টলিপাড়ায় একের পর এক সুখবর আসছে। সদ্য মা-বাবা হয়েছেন টলিউডের পাওয়ার কাপল রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত ৩০ নভেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করে অনুরাগীদের জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। পোস্ট করা মাত্রই ঝড়ের গতিতে অনুগামী থেকে শুরু করে তারকারা শুভেচ্ছা- ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্সে।
জানা গিয়েছে যে রাজ-শুভ জুটি দু'জনেই চেয়েছিলেন তাঁদের দ্বিতীয় সন্তান ‘মেয়ে’ হোক। তাঁদের সেই আশা সত্যি হয়েছে। খুশী গোটা পরিবার। শুভশ্রী বেশ কিছু মাস ধরে এই কারণে বড় কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এবার সে দ্বিতীয়বার মা হয়ে খুবই খুশী।
অন্যদিকে বড় ছেলে ইউভান ছোট বোনকে দেখে খুব খুশী। এখন সে বড় দাদা হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে বাবা তথা পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন যে ইউভান দারুন খুশী তাঁড় বোনকে পেয়ে। হাসপাতালে দেখা করতে গিয়েী বোনকে কলে নিয়েছে ওই ছোট্ট দুই হাত দিয়ে। কলে নিয়েই তাঁর মুখে একটাই কথা, “বোন আমার সঙ্গে খেলবি তো?” খুব উত্তেজিত এবং দারুন এক্সাইটেড ছোট্ট ইউভান।
গোটা টলি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনুরাগীরা, সবাই অপেক্ষায় রয়েছে কন্যার মুখ দেখবে বলে। সদ্যোজাতর ছবি না দেখতে পেলেও, মেয়ের নাম সকলের সঙ্গে শেয়ার করেছেন তারকা জুটি। কন্যাসন্তানের নাম রেখেছেন 'ইয়ালিনী'। দেবী সরস্বতীর আরেক নাম- 'ইয়ালিনী'। জুটির প্রথম সন্তানের নাম ইউভান। অনেকেই মনে করছেন বড় সন্তানের নাম মিলিয়ে রাখা হয়েছে এই নাম।
২০১৮ সালের ১১ মে সাত পাকে বাঁধা পড়েন রাজ- শুভশ্রী জুটি। বিয়ের প্রায় দু'বছর পর ২০২০-সালের ১২ সেপ্টেম্বর ছোট্ট ইউভান আসে তাঁদের বাড়িতে। চলতি বছরের জুন মাস নাগাদ দ্বিতীয় সন্তান আসার সুখবর শেয়ার করেন 'রাজশ্রী' জুটি।
এতদিন রাজ-শুভশ্রীর বড় ছেলে ইউভানকে নিয়েই ছিল তাঁদের জীবন। জন্মের প্রথম থেকেই প্রতিটি বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ-শুভশ্রী। এবার দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও সেটাই করবে নাকি বলিউড নায়ক-নায়িকাদের মতো সবার আড়ালে রাখতে চাইবেন, সেটাই এখন দেখার বিষয়!