প্রত্যাবর্তন রামধনু সাপের

সাপের নাম শুনলেই বুকের ভিতরটা কেমন যেন ঢিপঢিপ করতে শুরু করে| বিষধর হলেও প্রাণীটি কিন্তু বেশ নিরীহ| তার ক্ষতি না করলে সেও কোনো ক্ষতি করতে আসেনা| বিজ্ঞানীদের এই প্রাণীটিকে নিয়ে আগ্রহ বহুদিনের| পৃথিবীর কোনায় কোনায় বসবাস করা নানা প্রজাতির সাপ খুঁজে আনার কাজও করে থাকেন আবার অনেকে| বিষধর হলে কি হবে? এই প্রাণীর ক্ষেত্রেও প্রকৃতি খেলেছে নানা অপূর্ব খেলা| সম্প্রতি, এক নতুন ধরনের সাপের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীগণ| না, একে নতুন বলা ভুল হবে| তার কারণ তারা জানিয়েছেন, প্রায় ৫০ বছর পর আবার এই সাপের দেখা মিলেছে| সাপটির গায়ে একাধিক লম্বালম্বি রঙিন দাগ রয়েছে| বিজ্ঞানীরা এই সাপের নামকরণ করেন, রেনবো স্নেক অর্থাৎ রামধনু সাপ|

সম্প্রতি, এফডব্লুসি ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ ইনস্টিটিউট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই সাপের ছবি প্রথম পোস্ট করে| সেখানে জানানো হয়, আমেরিকার ফ্লোরিডার ওক্লা ন্যাশনাল ফরেস্টে সম্প্রতি দেখা গেছে এই সাপটিকে| এক ব্যক্তি পাহাড়ে চড়তে গেছিলেন| তিনি সেখানে এই বিরল প্রজাতির সাপটির দেখা পান| এফডব্লুসি- এর তরফ থেকে জানানো হয়েছে, এই রামধনু সাপ মূলত জলে থাকতেই পছন্দ করে থাকে| ফ্লোরিদা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাপ প্রধানত ছোট মাছ এবং ছোট জলজ প্রাণী খেয়েই বেঁচে থাকে| এরা ইল মাছ খেতেও বেশ পছন্দ করে| তাই এদের অপর একটি নাম হলো ‘ইল মোকাসিন’|

জানা গেছে, এর আগে শেষবার ফ্লোরিডার মারিয়ন কাউন্টি-তে ১৯৬৯ সালে খোঁজ মিলেছিল এই সাপের| এরপর আবার ৫০ বছর পর খোঁজ মিলল তার|বিজ্ঞানীদের বক্তব্য বেশ বিরল প্রজাতির সাপ এটি|      

এটা শেয়ার করতে পারো

...

Loading...