বসনিয়ার রেড লেডি

বেঁচে থাকা এক ধরণের প্যাশন। নিজের পছন্দে, ভালোলাগায়, ইচ্ছেতে ডুব দিয়ে ভরপুর বেঁচে থাকা। যেমন আছেন জরিকা রিবার্নিক। নিজের প্যাশন আঁকড়ে। লাল রঙে ডুব দিয়ে। লাল রঙ প্যাশনের প্রতীক।

 জরিকা বাস করেন লাল রঙের দুনিয়ায়। কথার কথা নয়, বাস্তবিক অর্থেই।

জরিকার প্রিয় রঙ লাল। সে তো অনেকেরই হয়ে থাকে। কিন্তু জরিকার লালপ্রীতি এতটাই যে তিনি জীবনের প্রতিটা মুহুর্তকে লালে রাঙিয়েছেন দীর্ঘ চার দশক ধরে।

জরিকার পায়ের নখ থেকে মাথার চুল অবধি সব কিছু লাল। পোশাক থেকে জুতো। সব কিছুতেই। নিজের চারপাশের সব কিছুকেই লালের হিল্লোলে মাতিয়েছেন।  

FotoJet - 2019-10-19T153141.202

উত্তর বসনিয়ার এক ছোট্ট শহরে তিনি থাকেন। যে শহরে তিনি থাকেন সেখানে রীতি মত সেলিব্রিটি হয়ে গিয়েছেন। ছোট শহরের প্রত্যেকে তাঁকে চেনে ‘রেড লেডি’ নামে। মানুষ লাল রঙের নতুন কোনও জিনিস দেখলেই তাঁকে উপহার দিয়ে যান। অন্য রঙের জিনিস তা যত দামীই হোক তিনি গ্রহণ করেন না। উপহারে লালের ছোঁয়া থাকতেই হবে।

নিজের রেড অবসেশন নিয়ে তিনি বলেন, ‘যখন আমার বয়স ১৮ কী ১৯ তখন লাল রঙের প্রতি এক তীব্র টান জন্মায়। ঠিক করেন জামা কাপড়, বাড়ি, থেকে বেঁচে থাকা কোথাও একবিন্দু অন্য রং থাকবে না।

 শুধু বেঁচে থাকার মধ্যেই তাঁর লাল দুনিয়াকে শেষ হতে দিতে চান না ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত বসনিয়ান শিক্ষিকা। নিজের সমাধি ক্ষেত্র নিজেই তৈরি করেছেন। ভারত থেকে আনিয়েছেন দুষ্প্রাপ্য লাল গ্রানাইট। তাই দিয়ে নিজের এবং স্বামী জোরানের সমাধি ক্ষেত্র তৈরি করিয়েছেন। আত্মীয়দের জানিয়ে রেখেছেন, মৃত্যুর পর পোশকের রঙ যেন লাল থাকে।

FotoJet - 2019-10-19T133456.999

প্রসঙ্গত,  সমাধিক্ষেত্র সাধারনভাবে শ্বেত পাথরেই তৈরি করা হয়।খ্রীস্টান সম্প্রদায়ের মানুষদের শোকের রঙ কালো।

উত্তর বসনিয়ায় তাঁর বাড়িতে লালের বাইরে অন্য কোনও রঙের ফুল আসে না। বাড়ির দেওয়াল, জানলা দরজা, গৃহ সজ্জা, আসবাব তো বটেই বাসনপত্র, অত্যাবশকীয় জিনিসপত্র সব কিছুই প্রবলভাবে লাল।  

FotoJet - 2019-10-19T140750.468

নিজের বিয়েতেও চিরাচরিত সাদার বদলে তাঁর ওয়েডিং গাউন ছিল লাল। তিনি বলেন, ‘স্কারলেট ভার্মেলাইনের মতও রঙগুলো আমাকে আলাদা এনার্জি দেয়।  আত্মবিশ্বাস বাড়ে।’

শুধু একটা সমস্যা জরিকা নতুন কোনা পোশাক পরলেও তাঁর স্বামী জোরান বুঝতে পারেন না যে তাঁর স্ত্রী নতুন পোশাক পরেছেন। জোরিন বলেন, আলাদা দিকগুলো আমি ধরতেই পারিনি সব এক মনে হয়।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...