দীর্ঘ প্রায় চার দশক পর উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি অঞ্চল, বলা ভাল নাগাল্যান্ডের মানুষ তুষারপাত পর্যবেক্ষণ করল। গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া দফতরের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী ইটানগরে গত সপ্তাহে যথেষ্ট ঠান্ডা ছিল। ২.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। মনিপুরের রাজধানী ইমফলেও সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩ ডিগ্রি সেলসিয়াসে।
গুয়াহাটিতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, শিলং-এর ৫ ডিগ্রি এবং নাগাল্যান্ডের বাণিজ্যের শহর ডিমাপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮ ডিগ্রি সেলসিয়াসে।
দীর্ঘ ৩৭ বছর পরে নাগাল্যান্ডের চারটি শহর জুনহেবতো, কিফিরে, ফেক এবং টুয়েনসাং-এ তুষারপাত হয়। সেই তুষারপাতের ছবি সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
Nagaland witnessing snowfall after nearly four decades! #ClimateChange pic.twitter.com/AzRKQlBFge
— Mmhonlumo Kikon (@MmhonlumoKikon) December 27, 2019
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ওই অঞ্চল যথেষ্ট শুষ্ক হয়ে গিয়েছিল এবং গত সপ্তাহের সোম ও মঙ্গলবার নাগাল্যান্ডের বেশিরভাগ জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশায় ভরে গিয়েছিল।
Snowfall in Aghunato (Luvishe Village). 🌨❄️☃️
— Anguka V Achumi (@Vika_Anguvika) December 27, 2019
Aghunato: The Home of our Ancestral. ⛰#Snowfall #Winter #Nagaland@HimatoZ @tovihoto @TokhehoYepthomi @jacob_zhimomi @amulacattygmail pic.twitter.com/gIrQZ3MyLv