দূষণ রুখতে অভিনব ‘ভার্টিক্যাল ফরেস্ট’

মিশরের মরুভূমি এলাকায় গড়ে তোলা হচ্ছে ‘ভার্টিক্যাল ফরেস্ট’। অর্থাৎ উলম্ব বন।

 কায়রোর পূর্বে মরুভূমিতে এই উল্লম্ব বনের কাজ চলছে। ইতালীয় স্থপতি এবং নগর-পরিকল্পনাবিদ স্টেফানো বোয়েরি তিনটি ভবনে দূষণপ্রতিরোধী গাছ লাগানোর পরিকল্পনা করেছেন।

 স্তেফানো বোয়েরি বিশ্বের বিভিন্ন শহরে এ ধরনের অভিনব ‘ভার্টিক্যাল ফরেস্ট’- এর ডিজাইন করেছেন। তবে আফ্রিকা মহাদেশে এই প্রথম। স্তেফানো মিশরের নকশাবিদ সিমা সালাস ও ইতালীয় স্থপতি লরা গাতির সঙ্গে যৌথ উদ্যোগে সাততলা ভবনগুলোতে ‘ভার্টিক্যাল ফরেস্ট’ তৈরি করছেন।

ভবনগুলোতে স্তরে স্তরে ৩৫০টি গাছ লাগানো হবে। শতাধিক প্রজাতির ১৪ হাজার গুল্মও লাগানো হবে। তিনটি ভবনের একটি হোটেল হবে। অন্য দুটি হবে বসবাসের।

পরিকল্পিত নতুন প্রশাসনিক রাজধানীতে মন্ত্রণালয়, দূতাবাস, আবাসিক এলাকা গড়ে তোলা হবে। গড়ে তোলা হবে বিশেষ ইকোনমিক জোন নতুন এই রাজধানী বর্তমান রাজধানী কায়রোর বিকল্প হবে। জনজট, যানজট ও বায়ুদূষণের কারণে কায়রো মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।

বোয়েরি বলছেন, মাত্র কয়েক শ বর্গমিটার এলাকায় কয়েক হাজার বর্গমিটারব্যাপী এই বন হবে। বনে পাখি ও পোকামাকড় থাকবে। এতে বাতাসে ধুলার পরিমাণ কমে যাবে।

২০১৪ সালে ইতালির মিলানে বস্কো ভার্টিক্যাল টাওয়ারের নকশা অনুযায়ী এই পরিকল্পনা করা হয়েছে। ওই টাওয়ারে ৯০০টি গাছ, ২০ হাজারের বেশি ছোট গাছ ও গুল্ম রয়েছে। গত কয়েক বছরে বড় বড় শহরে সবুজ স্থাপনা তৈরির প্রকল্প নেওয়া হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংঝি প্রদেশে লিউঝো ফরেস্ট সিটি নির্মাণাধীন। এটিরও পরিকল্পনাবিদ বোয়েরি। এই ভবনগুলোতে ৪০ হাজারের বেশি গাছ থাকবে। ১০ লক্ষের মতো গাছ ঢেকে রাখবে ভবনগুলিকে।  
লিউঝো ফরেস্ট সিটির গাছ ও লতাগুল্ম বছরে ১০ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড  শোষণ করবে। অক্সিজেন উৎপাদন করবে ৯০০ টনের বেশি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...