বাংলাদেশের বিরুদ্ধে অবিশ্বাস্য সিরিজ জয়ের পর এবার পালা ভারতের। ওয়ান-অফ টেস্ট খেলতে ভারতে আসবে রাশিদ খানেরা। বৃস্পতিবার বেঙ্গালুরুরতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবেন তারা। টেস্ট নিয়ে এক সাংবাদিক বেঠকে আফগান অধিনায়ক আজগার স্ট্যানিকজাই জানান যে অভিজ্ঞতা কম থাকলেও স্পিনারদের ভিত্তিতে ভারতের থেকে অনেকটাই এগিয়ে তারা কারণ তাদের দলে আছে রাশিদ খান, মুজিব-উর-রহমান ও মহম্মদ নবির মত স্পিনার যারা জাদেজা আর অশ্বিনের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তাই কোহলি বিহীন এই টেস্ট ম্যাচে বোলিংয়ের দিক থেকে পিছিয়ে ভারত। তবে বোলিং লাইনআপ যাই হোক না কেন ভারতের ব্যটিং লাইনআপ বিরোধিদের থেকে অনেকটাই ভাল। কে এল রাহুলের যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে এই টেস্ট শুধু বোলিং দিয়ে জিততে পারবে না আফগানরা। ১৪ এপ্রিল শুরু হবে এই ৫ দিনের টেস্ট ম্যচ।