চতূর্থ স্থানে আফগানিস্তান, নবম স্থানে ভারত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে নজির গড়ল আফগানিস্তান।  এমন এক রেকর্ডের অধিকারী হলেন তারা যেটা বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের পাওয়ার হাউস’ ভারতও ধারে কাছে নেই। সব চেয়ে কম ম্যাচ খেলে প্রথম টেস্ট জয়ের খেতাবে চতূর্থ স্থানের অধিকারী হয়ে ক্রিকেট জগতে সাড়া ফেলে দিয়েছে আফগানিরা। মাত্র ২টি টেস্ট ম্যাচ খেলেই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা। প্রথম স্থানে আছে অস্ট্রেলিয়া। ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট ম্যাচেই জয় হাসিল করে অজিরা। তার পরেই আছে ইংল্যান্ড। ২ ম্যাচ খেলে প্রথম টেস্ট জিতে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। সেই তালিকায় নবম স্থানে আছে ভারত। প্রথম টেস্ট জিততে ভারতের লেগেছিল ২৫ টি ম্যাচ। এমন কি এশিয়া মহাদেশের তৃতীয় প্রধান শ্রীলঙ্কার স্থানও ভারতের ওপরে। ১৪ ম্যাচ পরে প্রথম টেস্ট জিতে অষ্টম স্থানে আছে লঙ্কা বাহিনী। দশম স্থানে আছে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপে আফগানিদের পরবর্তী ম্যাচ ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচেই তারা কতটা নিজেদের মেলে ধরতে পারে তা সময়ের অপেক্ষা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...