শুরু হতে চলেছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯। একে একে অংশগ্রহনকারী দেশগুলি নিজেদের স্কোয়াড ঘোষণা করছেন। পিছিয়ে নেই আফগানিস্তানও। নতুন অধিনায়ক নিয়ে এবার বিশ্বকাপ খেলতে নামছে আফগানিস্তান৷ সম্প্রতি আসগার আফগানকে আফগানিস্তানের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হল গুলবাদিন নায়েব-এর কাঁধে৷ দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন রশিদ খান৷ এক নজরে আফগানিস্তান দল:-
গুলবাদিন নাইব(অধিনায়ক), মহম্মদ শাহজাদ(উইকেট কিপার), নুর আলি জাদরান, হাজারুতুল্লাহ জাজাই, রহমত শাহ, আসগার আফগান, হাসমাতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, শামিউল্লাহ শেনওয়ারি ,মহম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হমিদ হাসান, মুজিব উর রহমান৷
উল্লেখ্য গত বিশ্বকাপে কেবল মাত্র একটা ম্যাচ জিতেছিল আফগানিস্তান। তাই এবার নিজেদের সেরা দল নিয়ে নামতে চলেছে তারা। ব্যাটিং থেকে শুরু করে বোলিং, সম্পূর্ণ ব্যালেন্সেড দল নিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রত্যেকটি দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরী রাশিদ খান, মহম্মদ নবি।