বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা নেই, কিন্তু তাতে কি হয়েছে। বিশ্ব ক্রিকেটে প্রভাব ফেলতে সেরা ৯টি দলের মধ্যে থাকতে হয় না সেটা বুঝিয়ে দিল আফগানিস্তান। আর সোমবার একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশকে তাদের ঘরের মাটিতে হারিয়ে বুঝিয়ে দিল, তারাও তৈরি এই ৫ দিনের ফর্ম্যাটের জন্য।
সোমবার ম্যাচের শেষ দিনে ৪ উইকেট প্রয়োজন ছিল আফগানিস্তান-এর জয়ের জন্য। আর সহজেই তা করে নিলেন। সৌজন্যে নয়া আফগান অধিনায়ক রশিদ খান। প্রথম ইনিংসে ৫-৫৫ এর দুর্দান্ত বোলিং স্পেলের পর দ্বিতীয় ইনিংসেও তার লেগস্পিনে কাবু বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৪৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে কার্যত সাকিব-সৌম্য-মোমিনুল সমৃদ্ধ বাংলাদেশ-এর ব্যাটিং লাইন আপে ধস আনলেন তিনি। আর তার ফলে ২২৪ রানের বিরাট ব্যবধানে জয় পেয়ে নিজেদের ইতিহাসে প্রথম আইসিসি স্বীকৃত টেস্ট ম্যাচ জিতল আফগানরা।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ৩৪২ রান, সৌজন্যে রহমত শাহ (১০২)-এর সেঞ্চুরি। এরপর বাংলাদেশ-এর ইনিংস শেষ হয় মাত্র ২০৫ রানে। মোমিনুল হক (৫২) কিছুটা চেষ্টা করলেও বাকিরা কেউ সঙ্গ দেননি তাকে। রশিদ খান (৫-৫৫) ও মহম্মদ নবি (৩-৫৬)-এর স্পিন খেলতেই পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। ৩৯৮ রানের বিরাট লক্ষ্য নিয়ে খুবই মন্থর গতির ব্যাটিং করছিল বাংলাদেশ, যাতে কোনওরকমে ম্যাচটিকে বাঁচানো যায়। আর অন্যদিকে ছিল বৃষ্টির ভ্রুক্রুটি। কিন্তু সকল বাধা পেরিয়ে বাংলাদেশকে ১৭৩ রানে গুটিয়ে দিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান।