ফের ফুটবলের মক্কায় উৎসব

মহানগরী কলকাতা, আর কলকাতা মানেই ফুটবলের উন্মাদনা। তাই তো কলকাতাকে ফুটবলের মক্কা-ও বলা হয়। আর ডার্বি হলে তো কথায় নেই। লেগে যায় বাঙাল ঘটির তর্ক| কেউ বলে মহোনবাগান আবার কেউ ইস্টবেঙ্গলের হয়ে গলা ফাঁটায়। লাল হলুদ আর সবুজ মেরুণের এই লড়াই হয়ত কোনোদিন বন্ধ হবেনা। কিন্তু যখন বিষয়টা ভারত, তখন কোথাও যেন কিছুটা হলেও রাশ পায় এই চিরাচরিত লড়াই। তখন সবার মুখে একটাই নাম ভারত। অনুর্ধ ১৭ বিশ্বকাপে ভারত প্রতিটি ম্যাচ হারলেও কলম্বিয়ার বিরুদ্ধে জিকশনসিং যখন দলের হয়ে একমাত্র গোলটি করে তখন দর্শকদের উন্মাদনা দেখে বোঝাদায় ছিল যে সেই ম্যাচ ভারত হেরেছে।সময় আসন্ন আরও একবার ভারতের হয়ে স্টেডিয়াম মাতাতে তৈরী ফুটবল প্রেমীরা। আসছে এএফসি এশিয়ানকাপ ২০১৯। ভারতের পাশাপাশি এএফসি-র অধীনে থাকা ২৩টি দল লড়বে পরবর্তী ফুটবল বিশ্বকাপের দিকে একধাপ এগিয়ে যাওয়ার জন্য। আসন্ন এএফসি এশিয়ান কাপের গ্রূপ অনুযায়ী তালিকা বিন্যাশ করা হল।

 

গ্র্রুপ এ – আরব আমিরশাহী, তাইল্যান্ড, ভারত, ব্যাহারেন

গ্র্রুপ বি – অস্ট্রেলিয়া, সিরিয়া, প্যালেসটাইন, জর্ডন

গ্র্রুপ সি – দক্ষিনকেরিয়া, চীন, ক্রির্গিজস্তান, ফিলিপিন্স

গ্র্রুপ ডি – ইরান, ইরাক, ভিয়েতনাম, ইয়ামেন

গ্র্রুপ ই – সৌদিআরব, কাতার, লেবানান, উত্তরকোরিয়া

গ্র্রুপ এফ – জাপান, উজবেকিস্তান, ওমান, তুর্কমিনিস্তান

 

ভারতের তুলনায় এমন অনেক দল আছে যাদের হয়ত বিশ্বকাপের অভি়জ্ঞতা আছে। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক স্তরে ভারতের পার্ফরম্যান্স ফুটবল বিশেষজ্ঞদের নজর কেড়েছে। তাই আশাবাদি তারাও। তবে ফলাফল যাই হোক না কেন একটা কথা হলফ করে বলাই যায় যে ভারতের হয়ে গলা ফাঁটাতে তৈরী ফুটবল প্রেমীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...