চলতি মাসের ৯ মে গাঁটছড়া বাঁধেন টেলিপর্দার জনপ্রিয় তারকা আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। দীর্ঘ প্রেমের পর অবশেষে চার হাত এক হয় এই জুটির। এবার অষ্টমঙ্গলা কাটতেই নতুন বউকে নিয়ে আদৃত বেরিয়ে পড়লেন হানিমুনে। কিন্তু কোথায় গেলেন নব জুটি?
সোশ্যাল মিডিয়ায় বউ কৌশাম্বি প্লেনের ভিতর থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিগুলি দেখেই অনুরাগীরা অনুমান করছেন যে হানিমুনে যাচ্ছেন তাঁরা। তবে, কোথায় যাচ্ছেন, এই নিয়ে আপাতত কিছুই জানাননি তাঁরা।
শোনা যায়, ‘মিঠাই’ সিরিয়ালের ফ্লোর থেকে শুরু হয় তাঁদের সম্পর্ক। তবে কখনই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। প্রেমের প্রসঙ্গ উঠলেই বারবার এড়িয়ে গিয়েছেন। চলতি বছরের শুরুতেই আদৃত ও কৌশাম্বির বিয়ের খবর শোনা গিয়েছিল। প্রথমে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিয়ের কথা শোনা যাচ্ছিল, কিন্তু পরে মে মাসকেই বিয়ের জন্য বেছে নেন তারকা জুটি।
সম্প্রতি ‘ফুলকি’ ধারাবাহিকে পারমিতার চরিত্রে অভিনয় করেছেন কৌশাম্বি। অন্যদিকে, আদৃতকে দেখা যাবে অভিরূপ ঘোষের আসন্ন ছবি ‘পাগল প্রেমী’-তে। এসভিএফের প্রযোজনায় তৈরি এই ছবিতে আদৃতের নায়িকা হিসেবে দেখা যাবে নবাগতা মুনমুন-কে।