Adi Ganga Ghat Renovation: কালিঘাটের আদিগঙ্গার সংস্কারের উদ্যোগ নেওয়া হল, খরচ কত?

কিছুদিন পরেই বাঙালির অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। তার আগেই ধীরে ধীরে সেজে উঠছে কলকাতার অলিগলি রাস্তা-ঘাট সর্বত্র। এই সূত্রে এবার কলকাতার প্রাচীন আদিগঙ্গার ঘাটের সংস্কারের উদ্যোগ নেওয়া হল।

হাইলাইটস:

১। কলকাতার প্রাচীন আদিগঙ্গার ঘাটের সংস্কার করা হবে?

২। কোন কোন ঘাট সংস্কার হবে?

৩। কী কী কাজ করা হবে?

বর্তমানে কালীঘাট মন্দির সংরক্ষণের কাজ চলছে। আর এই কালিঘাট চত্বরেই অবস্থিত প্রাচীন আদিগঙ্গার ঘাটগুলি। তাই জানা যাচ্ছে, এই ঘাটও সংস্কার করে নেওয়া হবে। নোংরা, পলি জমে যাওয়া ঘাটগুলিকে মানুষের আসার উপযোগী করে তোলা হবে। তবে আদিগঙ্গার অনেকগুলি ঘাট রয়েছে, এইমধ্যে আপাতত গায়ত্রীদেবী ঘাট ও কল্পতরু ঘাটকে সংস্কার করা হবে। আলো দিয়ে সাজিয়ে তোলা হবে ঘাটগুলি।

গঙ্গার ঘাটগুলি বিভিন্ন পূজা, ভাসান প্রভৃতি নানান ক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহৃত হয়। ফলে এই ঘাট আবর্জনায় ভর্তি থাকে। আগে কালীঘাটের পূজো দিতে আসা ভক্তরা স্নান করতেন আদিগঙ্গায়। কিন্তু সেসব এখন অতীত। ঘাট দেখতে আসা তীর্থযাত্রীরাও অবিবেচকের মত এর চারিপাশে নোংরা ফেলে। এই সমস্ত কারণে ঘাটের সৌন্দর্য নষ্ট হয়। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কেউ আবর্জনা ফেলতে না পারে সেই কারণে ঘাটের দুই পাড় লোহার জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও জলে জমি থাকা পলি তোলার জন্য আলাদা সাফাইকর্মী নিয়োগ করা হয়েছে।

এই সংস্কারকে কেন্দ্র করে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই সংস্কার নিয়ে আশাবাদী তিনি।

প্রসঙ্গত, এই ঘাটগুলিকে সংস্কারের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটগুলি যাতে দৃষ্টনন্দন হয়, এবং তীর্থযাত্রী ও পর্যটকদের আগমন বাড়ে, সে বিষয়ে নজর দেওয়া হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...