আদি লেকপল্লী | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল আদি লেকপল্লী ক্লাবের সদস্যবৃন্দ। পুজোর আড্ডা @জিয়ো বাংলা অনুষ্ঠানে সঞ্চালক শ্রেষ্ঠার সাথে আড্ডায় হাজির ছিলেন ক্লাবের সম্পাদক শ্রী তাপসকুমার আঢ্য, সহ সম্পাদক শ্রী গৌতম মুখার্জি এবং পুজোর সহ সম্পাদক শ্রীমতি আল্পনা দাস। তাদের কাছ থেকে জানা গেলো, দীর্ঘদিনের পথচলা এই ক্লাবের

এইবছর এই ক্লাবটি পদার্পন করলো ১০৫ তম বছরে। এতগুলো বছর ধরে শুধু সাবেকি পুজো করার ইচ্ছাই ছিল সদস্যদের মনে। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে থিম পুজো করতেই হবে। এছাড়া সাবেকি পুজোর জন্য স্পনসর জোগাড় করা একটু কষ্টকর ব্যাপার। ক্লাবের সদস্যরা জানাচ্ছেন, যদি সঠিক সুযোগ সুবিধা পান তাহলে আবারও তারা  ফেরত যেতে চাইবেন সাবেকি পুজোতে। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজোর এইবারের থিম 'মেয়ের ঘরে মায়ের পুজো'। জানা গেছে, লক্ষ্মীঠাকুরের নানা শুভচিহ্ন দিয়ে সজ্জিত হচ্ছে মণ্ডপটি। জানা গেছে, পুজোটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হওয়ার কারণে ভোগ থেকে শুরু করে সমস্ত কাজের দায়িত্বটাই থাকে মহিলাদের কাঁধে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত যে ভোগ মাকে নিবেদন করা হয় তা রান্না করেন ক্লাবের মহিলা সদস্যরাই। সাবেকি ভোগের মেনুতে থাকে খিচুড়ি, ধোকার ডালনার মতো সাবেকি কিছু পদ। ক্লাব থেকে জানানো হয়েছে, অষ্টমীর দিন অঞ্জলি দিতে এই ক্লাবে ভিড় হয় চোখে পড়ার মতো। ভিড় সামলানোর জন্য প্রশাসনের সাহায্য তো নেওয়া হয়ই তার সাথে এজেন্সি থেকে নিরাপত্তা কর্মীও আনা হয় পুজোর কটিদিনের জন্য।

দশমীর দিন সিঁদুরখেলার মধ্যে দিয়ে মাকে বিদায় জানায় এই ক্লাব। পুজো ছাড়াও রক্তদান শিবির, বৃক্ষরোপণ, স্বাস্থ্যশিবির প্রভৃতির আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও জানা গেছে, এই ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি হোমিওপ্যাথি ক্লিনিকের যেখানে বিনামূল্যে দুঃস্থ মানুষদের চিকিৎসা করা হয়। এই ক্লাবটিতে পৌঁছাতে গেলে আপনাকে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রোতে করে এসে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে গড়িয়াহাটগামী যেকোনো বাসে করে পৌঁছে যেতে হবে লেক মার্কেটজনক রোড ধরে সোজা হেঁটে সর্দার শংকর রোডে নিকট এই পূজা মন্ডপ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...