অদ্ভুতুড়ে ভুত দেখলেন অভিনেতা

সম্প্রতি রিলিজ করেছে ইউটিউব চ্যানেল 'একটু ফোড়ন'-এর আসন্ন শর্ট ফিল্ম 'অদ্ভুতুড়ে ভুত'-এর ট্রেলার। শুভমুক্তি ২৪ মে। তিন বন্ধুর অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা নিয়ে এই ফিল্ম শুটিং-এর প্রয়োজনে জিয়াগঞ্জে পাড়ি দিয়েছিল টিম 'একটু ফোড়ন ' ৫০০ বছরের পুরনো একটি পরিত্যক্ত পোড়ো বাড়িতে শুটিং করতে গিয়েছিল 'একটু ফোড়ন ' ইউনিট। এতদূর সব ঠিকই ছিল। দিব্য কাজ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন পরিচালক মানস বসু।

গভীর রাত। সবাই তখন গা এলিয়েছে। সারাদিনের ক্লান্তি শেষে একটু বিশ্রামের প্রয়োজন। সবার থেকে একটু আলাদা হয়ে বসেছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। রাতের অন্ধকার ঘিরে রেখেছে ৫০০ বছরের পুরনো বাড়িটিকে। বাড়ি বললে ভুল হবে। বলা ভাল 'মহল'। নবাবী আমলের কংক্রিট। হঠাৎই কেউ টোকা মারে জয়জিতের গায়ে। একবার, দুবার, তিনবার। বারবার পিছনে তাকিয়েও কারোকে দেখতে পাননি জয়জিৎ। প্রথম দুবার ভেবেছিলেন কেউ তামাশা করছে। কিন্তু না। যতবারই পিছন ফিরে তাকিয়েছেন দেখেছেন ঘুটঘুটি অন্ধকার। কেউ নেই। নিজের সাগরেদদের গলাই পেয়েছেন কেবল।

কাহিনি এখানেই শেষ নয়। একটা একচিলতে সিঁড়িপথ। দুজন মানুষ পাশাপাশি ওঠানামা করতে পারে না সেখানে। শুটিং চলছে। তিন বন্ধু একসঙ্গে সেই সিঁড়ি বেয়ে উঠছে। সামনে দেবব্রত, পিছনে উত্তম আর মাঝে জয়জিৎ। শুটিং চলাকালীনই জয়জিতের মনে হয় কেউ তার ডান হাত ধরে টানছে। ভয়ের তীব্রতা বেড়ে যায় জয়জিতের। পরদিনই নাকি তিনি পাততাড়ি গুটিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন বলে ঠিক করেন। পরিচালক বাবু তাঁকে মজা করে বলেন মহলের কোনও মহিলা হয়ত আত্মহত্যা করেছিল আর তার আত্মার মনে ধরেছে জয়জিৎকে। তাই সে টানছে।...

বন্ধুদলের এসব ঠাট্টা মোটেও মনে ধরেনি সদাহাস্যময়, মজারু স্বভাবের জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের। তিনি তখন ভুতজ্বরে আক্রান্ত।

'অদ্ভুতুড়ে ভুত'-এর শুটিং জার্নি কেমন ছিল জানতে ফোন ঘোরালে এমন অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

জানতে চাইলাম তিনি ভুতে ভয় পান কিনা? বললেন -"মোটেও না। রাত জেগে ভুতের সিনেমা দেখি। তারপর দিব্যি ঘুমিয়েও পড়ি। এতটুকু ভয় কাজ করে না মনে। ভয় পাই না বলেই বোধ হয় আমার সঙ্গে এমনটা হল। যারা ভয় পায় ভুত তাদের উপর চাপে না বুঝতে পারলাম। আমারই বন্ধু সৌমেন হাজারি এই জায়গাটার হদিস দেয় শুটিং করার জন্য। ওর বাড়ি জিয়াগঞ্জে। ওখানে গিয়ে এমন কাণ্ড ঘটবে ভাবিনি কখনও। আমি এমনিতে ভুতের গল্প বা সিনেমা দেখে ভয় পাই না। তাই ভাবতাম ভুত বলে আসলে কিস্যু নেই। কিন্তু আমার সঙ্গে যা ঘটল এবার ভাবতে হবে।"

'অদ্ভুতুড়ে ভূত'-এ অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়; সৌমেন হাজারি; উত্তম কুমার দাস; দেবব্রত সামন্ত প্রমুখ। পরিচালনার দায়িত্বে মানস বসু। আজ অর্থাৎ ২৪ মে মুক্তি পাচ্ছে এই শর্ট ফিল্ম। কমেডি মিশ্রিত ভুতের ছবি হতে চলেছে 'অদ্ভুতুড়ে ভুত'।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...