নায়িকা'র নতুন রামায়ণ

বাড়ির চার ছেলের নাম যথাক্রমে রাম, লক্ষণ, ভরত শত্রুঘ্ন| এমনকি বাড়ির নামটিও রাখা হয়েছে রামায়ণ| এই বাড়ির একজন মেয়ে কিনা রামায়ণ নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভিমরি খেলেন| স্বাভাবিকভাবেই এর জন্য ট্রোল হলেন তিনি সোশ্যাল মিডিয়ায়| তিনি আর কেউ নন| তিনি রাওডি রাঠোর- খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা

 

অমিতাভ বচ্চন দ্বারা সঞ্চালিত জনপ্রিয় গেম শোকৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে এসে বেশ নাকানিচোবানি খেতে হয়েছে নায়িকাকে|এই এপিসোডের বিশিষ্ট অতিথি হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী| সেই মুহূর্তে হটসিটে বসা প্রতিযোগীকে বিগ বি প্রশ্ন করেন হনুমান কার জন্য সঞ্জীবনি এনেছিলেন?” প্রতিযোগী এবং তার সহযোগী রূপে থাকা সোনাক্ষী দুইজনই এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন| উত্তরের জন্য বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন হয় তাদের| আর তাতেই ঘটে বিপত্তি|যার পরিবারের সাথে ওতোপ্রতোভাবে জড়িত রামায়ণ সেই পরিবারের মেয়ে এই প্রশ্নের উত্তর না দিতে পারায় স্তম্ভিত সকলেই


শুক্রবার এই পর্বটি সম্প্রচার হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেন নায়িকা| এমনকি বলিউডের অন্য একজন স্বনামধন্য নায়িকা আলিয়া ভাটের সাথেও তুলনা করা হয় তার| মুহূর্তের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি ভরে যায় নানা মিমে| তবে তাকে ট্রোল করা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন নায়িকা| তিনি স্পষ্ট করেই জানান যে, ছোটবেলায় শেখা পিথাগোরাসের উপপাদ্য থেকে শুরু করে পর্যায়সারণী অনেককিছুই তার মনে নেই| তাকে নিয়ে যারা ট্রোল করেছে তাদের নিশানা করে তিনি বলেন, পারলে সেই বিষয়গুলি নিয়েও যেন তারা মিম বানায়| কারন তিনি মিম খুবই ভালোবাসেন| নায়িকা এই ব্যাপারে যথেষ্টকুল’ থাকলেও সোশ্যাল মিডিয়া যে এখনো সরগরম তা আর বলার অপেক্ষা রাখে না|

এটা শেয়ার করতে পারো

...

Loading...