এবার কি তাহলে সামাজিক বিয়ে সেরে ‘ফ্যামিলি প্ল্যনিং’ করতে চান অভিনেত্রী শ্রুতি দাস?

টলিপাড়ার অন্দলের প্রেমের গন্ধ এলেই শুরু হয়ে গুঞ্জন। আনাচে কানাচে চলতে থাকে সেই গুঞ্জন। এরকমই আচমকাই অভিনেত্রী শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দারের দাম্পত্য নিয়ে গুঞ্জন চলছে টলিপাড়ায়।

সম্প্রতি একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। এখানেই শেষ নয় সেই একই আবাসনে নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁর স্বামী স্বর্ণেন্দু। তাহলে কি এবার কোনও ‘ফ্যামিলি প্ল্যানিং’ করছে দম্পতি? সেই নিয়েই চলছে চর্চা। কিন্তু অভিনেত্রী এই প্রশ্নের উত্তর দিতে নারাজ।

গত জুন মাসে চুপিসারে আইনি বিয়ে সারেন শ্রুতি-স্বর্ণেন্দু জুটি। এবার ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রীকে ভবিষ্যতের পরিকল্পনার কথা জিজ্ঞেস করতেই নিজের চিন্তা, উদ্বেগ সবকিছু প্রকাশ করলেন শ্রুতি। সেখানেই খোলসা করে উত্তর দিলেন তিনি।

shruti-das-dons-chanderi-saree-with-jamdani-motif-on-her-wedding-day-designer-abhisek-roy-share-all-details-101751134_11zon

অভিনেত্রী জানালেন যে দু বছর পর, অর্থাৎ ২০২৫ সালে সামাজিক মতে বিয়ে সারার পরিকল্পনা করছেন। ঠিক তাঁর পাঁচ বছর পর, অর্থাৎ ২০৩০ সালে সন্তান হবে তাঁর। এই কথা শুনে রচনা একেবারে অবাক।

এরপর নায়িকা চিন্তা প্রকাশ করলেন। মজা করে বললেন, “আমি ভাবছি আমার বরের বয়স তখন কত হবে!” শ্রুতি এবং স্বর্ণেন্দুর বয়েসের ফারাক অনেকটা তাই অভিনেত্রী এরকম মজা করে কথাটা বললেন।

সদ্য শেষ হয়েছে শ্রুতি অভিনীত ধারাবাহিক ‘রাঙা বউ’। মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছে গল্প। তার আগে বেশ কয়েক বছর ছোট পর্দায় দেখা যায়নি অভিনেত্রী শ্রুতিকে।

তবে, আগামী দিনেও তাঁকে ছোট পর্দাতেই দেখা যাবে? নাকি অন্য কোনও ওয়েব সিরিজ কিংবা বড় পর্দায় পা রাখবেন, সেটা এখনও জানা যায়নি। সবটাই সময়ের ওপর নির্ভর করছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...