৯-এর দশকে ‘পাপা কহতে হ্যায়’ ছবিতে যুগল হংসরাজের নায়িকা হয়েছিলেন তিনি। সেই ছবির ‘ঘর সে নিকলতে হি’ গানটিতে তাঁকে খুব পছন্দও করেছিলেন বলিউডপ্রেমীরা। কিন্তু হঠাৎ করে ২০০০ সালের পর অভিনয় ছেড়ে দেশের বাইরে চলে যান তিনি। সম্প্রতি জানা গিয়েছে, আবার ভারতে ফিরতে চলেছেন ৯-এর দশকের সেই অভিনেত্রী- ময়ূরী কঙ্গো। তবে এবার অভিনেত্রী হিসেবে নয়, ভারতের গুগল ইন্ডাস্ট্রির প্রধান হিসেবে ফিরছেন তিনি।
২০০৩ সালের ডিসেম্বর মাসে আদিত্য ধিলোঁ নামের এক ভারতীয়কে বিয়ে করেন ময়ূরী। তারপর স্বামীর সঙ্গে পাড়ি দেন নিউইয়র্কে। সেখানে এমবিএ করেন তিনি। তাঁর সিনেমা ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ছিল কর্পোরেট জগতে কেরিয়ার তৈরী করা। পড়া শেষ করে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত নিউইয়র্কের বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজও করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ময়ূরী বলেন, "নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে পরিচিত হলেই তাঁদের চোখ কপালে উঠত। তাঁরা বলতেন, 'আপনি এই পেশায় কীভাবে এলেন!' এতবার এ প্রশ্নের জবাব দিতে হয়েছে যে এক সহকর্মী বলেই বসলেন, উত্তরটা যেন রেকর্ড করে রাখি। যাতে কেউ জিজ্ঞেস করলেই বাজিয়ে শোনাতে পারি। প্রতিবারই নতুন ক্লায়েন্টদের কাছে নিজেকে প্রমাণ করতে হতো। আমাকে যেন তাঁরা স্বাভাবিকভাবে গ্রহণ করেন, এ জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে।"
তাঁর কথায়, ‘অভিনেত্রীদের অবশ্যই তাঁদের পড়ালেখাটা শেষ করা উচিত। কেননা, বলিউডে তাঁদের কাজের সময়সীমা মাত্র ১০ বছর। তারপর তাঁরা কাজ হারাতে পারেন। পড়ালেখাটা করা থাকলে চাইলে পরে অন্য পেশায় চলে যেতে পারবেন তাঁরা।’
প্রসঙ্গত, ময়ূরীর প্রথম ছবি ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত- ‘নাসিম’, ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। সেগুলোর মধ্যে ‘কহি কিসি রোজ’, ‘কিটি পার্টি’, ‘কেয়া হাদসা কেয়া হকিকত’, ‘করিশমা: দ্য মিরাকলস অব ডেসটিনি’ উল্লেখযোগ্য। অজয় দেবগন, অনুপম খের, আরশাদ ওয়ারসি, শক্তি কাপুর, ববি দেওল, রানী মুখার্জি, চন্দ্রচূড় সিংয়ের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।