কালার্স বাংলার ধারাবাহিক ‘ত্রিশূল’-এর পর লম্বা অবসর নিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এবার ফের ছোটপর্দায় স্বমহিমায় ফিরে এলেন তিনি। কালার্স বাংলায় স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘নায়িকা নম্বর ১’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিকটি।
এই ধারাবাহিকের প্রেক্ষাপটে বেশ অন্যরকম। এখানে থাকছে প্রেম, প্রতারণা সব রকমের হাওয়া দেবে ‘নায়িকা নম্বর ১’-এ। এক সাধারণ মেয়ে কিভাবে জুনিয়র আর্টিস্ট থেকে নায়িকা হয়ে উঠবেন, এই নিয়ে তৈরি ‘নায়িকা নম্বর ১’-এর গল্পটি।
কিন্তু এখানে দেবলীনা ‘ডাবল’ রোল করছে। বিদ্যা বসু ও বিদ্যামণি দুজনে যমজ বোন। গ্রামের মেয়ে। বিদ্যামণির নামে 'বিদ্যা' থাকলেও তিনি পড়াশোনা করেননি। তাই হয়েতো কম বয়সে বিয়ে হয়ে গিয়েছে। তার জিবনে শুধু দুঃখ। তার স্বামী পুড়িয়ে মারার চেষ্টা করে, যার কারণে একটি চোখ নষ্ট হয়ে যায়। আবার সামনের দুটি দাঁত উঁচু, তাই দেখতেও কুৎসিত। অন্যদিকে ‘বিদ্যা’ খুব মেধাবী।পড়াশুনা করে বিদেশে গিয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিগ্রি লাভ করে জনপ্রিয় ডিজাইনার হয়ে গিয়েছেন। আবারও দুই চরিত্রে সমানভাবে দারুণ অভিনয় করে চলেছেন দেবলীনা।
এমন অন্যরকম চরিত্রতে অভিনয় করতে কেন তাঁকেই পছন্দ করে বাছাই করলেন প্রযোজক-পরিচালক? অভিনেত্রী দেবলীনা এই বিষয়ে এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে স্নেহাশিস চক্রবর্তী তাকেই কেন বাছাই করেছে এই কারণ তার জানা নেই। তবে তিনি ‘দ্বৈত চরিত্র’-এর পুরো কথা শুনেই এক পায়ে রাজি হয়ে গিয়েছিলেন। কারন তিনি নিজেকে আবার প্রমাণ করতে পারবে। 'এক আকাশের নীচে' ধারাবাহিকে 'নন্দিনী' চরিত্রে অভিনয় করার পর আরও অনেক চরিত্র পেয়েও করেন নি, কারন তার পোষায়নি। বহু বছর পর মনের মতন চরিত্র পেয়েছেন 'বিদ্যামণি'-র মধ্যে। তাই তিনি অভনয় থেকে বিরতি নিয়েছিলেন। তার মতে এই কুৎসিত রূপ বড় প্রিয়। কারন, এই মেকআপ করলেই সেই চরিত্রর গভিরে চলে জেতে পারেন তিনি।
দেবলীনাকে দুটো চরিত্রে মুখোমুখি অভিনয় করতে দেখা যায়, সেটা করতে প্রচুর ধকল হলেও হাসিমুখে সামলে নেন তিনি। তার মতে ‘শীলা’-ও যেরম অভিনয় করেছে সমানতালেই রয়েছে ‘বিদ্যামণি’-ও। তারা সবাই একসাথে অভিনয় করেন তাই অভিনয়তে কোনও ফাঁক থাকে না। ‘শিলা’র চরিত্রে অভিনয় করছেন নবাগতা ঋতব্রতা দে। অভিনেত্রী দেবলীনার দাবি নতুন হলেও অভিনয়ে পারদর্শী ঋতব্রতা। তাই তার সঙ্গে কাজ করতে গেলেই অভিনেত্রীর মন ভালো হয়ে যায়।